মুছে যায়?, অষ্টাদশ পর্ব

নক্সাল আন্দোলনে ব্যবহৃত ‘পাইপগান’ কিংবা ওপাড় বাংলার খাদ্যতালিকা থেকে উঠে আসা ‘শুকুত’। ষাট-সত্তর দশক এমনই অনেক অনেক নস্টালজিয়া দিয়ে মোড়া ছিল। ধূসর সেই ইতিহাসকে ভুলে গেছেন অনেকেই। ধীরে ধীরে অচর্চিত থেকেই মুছে যাচ্ছে সব। সময়ের এই খন্ডচিত্রই নিজের ধারাবাহিকের মধ্যে দিয়ে তুলে আনছেন কিন্নর রায়। তৈরি করছেন অভিজ্ঞতার এক জীবন্ত দলিল।

শুধুমাত্র ধারাবাহিক নিয়েই প্রকাশিত বাংলার একমাত্র ক্রোড়পত্র প্রহরের 'রোববারান্দা’। অষ্টাদশ সপ্তাহে এসে পড়ল প্রহরের এই সাপ্তাহিক। আমাদের অবাক করে অভূতপূর্ব সাড়া দিয়েছেন পাঠক। এই রবিবার আসছে কিন্নর রায়ের ধারাবাহিক ‘মুছে যায়’-র অষ্টাদশ পর্ব। চোখ থাক আমাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে।

#Prohor #NewsPortal #Robbaranda #Supplementary #KinnarRay #Memoir