মানিকলমকারি, অষ্টাদশ পর্ব

সত্যজিৎ রায়। শিল্পজগতের যেখানেই হাত ছুঁইয়েছেন ফলিয়েছেন সোনা। সে সিনেমা হোক বা সাহিত্য কিংবা ক্যালিগ্রাফি, ছবি। তবে নিজের সৃষ্টিকেও বারবার পর্যালোচনা করেছেন সত্যজিৎ। কখনো বদলে ফেলেছেন চরিত্রদের মুখের কথা, কখনো তাদের নাম। লেখা প্রকাশিত হয়ে যাওয়ার পরও নিজেই সতর্কভাবে কলম চালিয়েছেন যুক্তি সাজিয়ে। সিনেমা বানানোর পাশাপাশিই চেষ্টা করেছেন মানুষের মধ্যে সিনেমার অভ্যাস তৈরি করে তুলতে। সত্যজিতের সেই অজানা দিকটিতেই আলোকপাত করছেন শুভেন্দু দাশমুন্সী। ধারাবাহিক লিখছেন প্রহরের পাতায়।

শুধুমাত্র ধারাবাহিক নিয়েই প্রকাশিত বাংলার একমাত্র ক্রোড়পত্র প্রহরের 'রোববারান্দা'। অষ্টদশ সপ্তাহে এসে পড়ল প্রহরের এই সাপ্তাহিক। আমাদের অবাক করে অভূতপূর্ব সাড়া দিয়েছেন পাঠক। এই রবিবার আসছে শুভেন্দু দাশমুন্সীর ধারাবাহিক ‘মানিকলমকারি’-র অষ্টাদশ পর্ব। চোখ থাক আমাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে।

#Prohor #NewsPortal #Robbaranda #Supplementary #SuvenduDashmunsi #Memoir