কয়লা নয়, জ্বালানি হাইড্রোজেন : দূষণ কমাতে নতুন পদক্ষেপ জার্মানির

কয়লার ব্যবহার ধীরে ধীরে কমানোর কথা বলছেন পরিবেশবিদরা। অনেক জায়গায় শুরুও হয়েছে সেটা। কিন্তু বড় বড় কারখানায় এখনও ফার্নেস জ্বালাতে প্রচুর জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয়। যার ফলে, পরিবেশ দূষণ অবশ্যম্ভাবী। এবার সেই ব্যবস্থায় ইতি আনতে চলেছে জার্মানির একটি স্টিল প্ল্যান্ট। তাঁরা কয়লার পরিবর্তে, পুরো ফার্নেসে ব্যবহার করবে হাইড্রোজেন।

থিসেনক্রুপ স্টিল কোম্পানি দীর্ঘদিন ধরে এমন চেষ্টা চালাচ্ছে। কারখানা যেমন জরুরি, স্টিল উৎপাদন যেমন জরুরি, তেমনই জরুরি পরিবেশকে বাঁচানো। রিপোর্ট অনুযায়ী, গোটা বিশ্বে স্টিল কারখানাগুলি বছরে প্রায় ১ বিলিয়ন টন কয়লা ব্যবহার করে! সেই জন্যই থিসেনক্রুপ কর্তৃপক্ষ কয়লার বিকল্প উপায়ের সন্ধান করছিলেন বেশ অনেক দিন ধরে। এবার সেটায় সাফল্য পেলেন। কয়লার পরিবর্তে হাইড্রোজেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করেছেন তাঁরা। সেই পরীক্ষাও সফল। তাঁদের ব্যবহৃত তিনটে ব্লাস্ট ফার্নেসের একটিতে এখন জ্বালানি হিসেবে হাইড্রোজেনই ব্যবহার করা হচ্ছে। কর্তৃপক্ষ আশা করছেন, ২০২৩ সালের মধ্যে সমস্ত ফার্নেসেই এই ব্যবস্থা চালু করা হবে।