ধরা যাক একের উপর এক রাখা আছে ১ লক্ষ ২০ হাজার ডিভিডি। সিডি ড্রাইভ হলে সংখ্যাটা দাঁড়াবে প্রায় ৮ লক্ষ। বোঝায় যাচ্ছে সেই বিরাট স্তম্ভের উচ্চতা কত হবে। পৃথিবীর সর্বোচ্চ অট্টালিকা বুর্জ খলিফাকেও ছাপিয়ে যাবে এই স্তম্ভ। তবে এবার তার মধ্যে থাকা সমস্ত তথ্যকেই হাতের মুঠোয় ধরে ফেলা সম্ভব। হ্যাঁ, ঠিক এমনই ম্যাগনেটিক টেপ বাজারে নিয়ে আসতে চলেছে ফুজি-ফিল্ম। একটি হাতের তালুর আকারের ড্রাইভের মধ্যেই ভরে ফেলা যাবে ৫৮০ টেরাবাইট তথ্য।
আইবিএম এবং ফুজি-ফিল্মের যৌথ উদ্যোগে বেশ কিছুদিন ধরেই গবেষণা চলছিল। অবশেষে সাফল্য মিলল সেই গবেষণায়। শনিবার ফুজি-ফিল্ম কোম্পানির তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। আর খুব শিগগিরি বাজারে আসতে চলেছে নতুন এই ড্রাইভ। শুধুই বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ নয়, এই ড্রাইভের তথ্য বোঝার ক্ষমতাও অন্যান্য প্রযুক্তির থেকে অনেক বেশি। মানুষের ডিএনএ তন্তুর মাত্র দেড়গুণ বেশি আয়তনের ম্যাগনেটিক টেপের মধ্যেই সংরক্ষণ করা সম্ভব সমস্ত তথ্য। এতদিন পর্যন্ত সবচেয়ে উন্নত তথ্য সংরক্ষণ প্রযুক্তিতেও এত সূক্ষ কোড কল্পনা করা এক কথায় অসম্ভব।
ফুজি-ফিল্মের তরফ থেকে জানানো হয়েছে, প্রচলিত বেরিয়াম ফেরাইট যৌগের পরিবর্তে এখানে ব্যবহার করা হবে স্টনট্রিয়াম ফেরাইট। আর এই সামান্য পরিবর্তনেই বাজিমাত। তথ্যপ্রযুক্তির ক্রম-উন্নতির সঙ্গে তাল মিলিয়ে এই আবিষ্কার সত্যিই প্রয়োজনীয় ছিল। নতুন ড্রাইভের বাজারজাত হওয়ার অপেক্ষায় তাই সমস্ত পৃথিবী।
Powered by Froala Editor