বাবাকে নিয়ে সাইকেলে ১২০০ কিলোমিটার পাড়ি, রুপোলি পর্দায় আসছে জ্যোতি কুমারীর কাহিনি

বাবা অসুস্থ। তিনিই একমাত্র রোজগার করে আনেন সংসারের জন্য। কিন্তু এখন তো সব থেমে গেল। ঘরের অবস্থাও ভালো নয় একদমই। বাড়িওয়ালাও তাড়া দিচ্ছে টাকার জন্য। উপায় না দেখে পড়াশোনার পাশে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন মেয়ে। বাবাকে কাজের জায়গা থেকে বাড়িতে ফিরিয়ে আনবেন। প্রায় ১,২০০ কিমি পথ অতিক্রম করা, মুখের কথা নাকি! কিন্তু জ্যোতি কুমারী এমন কাজ করবেনই। বাবাকে ওই জায়গায় একা একা কিছুতেই ছাড়তে পারবেন না তিনি…

এই কাহিনি অনেকেরই জানা। বেশ কয়েকদিন আগে জ্যোতির গল্প, জীবন সংগ্রামের ঘটনা উঠে আসে নেট দুনিয়ায়। তারপর থেকে রীতিমতো ভাইরাল তাঁর গল্প। এবার জ্যোতির জীবনের এই ঘটনাই আসতে চলেছে রিল লাইফে। তৈরি হতে চলেছে নতুন একটি সিনেমা। শুধু তাই নয়, সেই সিনেমায় জ্যোতি নিজেই অভিনয় করবেন মুখ্য চরিত্রে! যা শুনে আপ্লুত নেটিজেনরা। 

জ্যোতি কুমারীর বাবা মোহন পাসোয়ান একজন ই-রিকশাচালক। কাজের সূত্রে বিহারের দ্বারভাঙায় নিজের বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন গুরুগ্রামে। পরিযায়ী শ্রমিকই বটে। জানুয়ারি মাসেই একটি দুর্ঘটনায় গুরুতর আহত হন মোহনবাবু। তারপর থেকে উপার্জন বন্ধ। এমন সময় শুরু হল লকডাউন। এদিকে টাকা নেই, শরীরও ভালো নয়; বাড়ির মালিকও চাপ দিচ্ছে। কী করবেন তিনি? এমন সময় সিদ্ধান্ত নিলেন জ্যোতি কুমারি। দ্বারভাঙা থেকে গুরুগ্রাম— ১২০০ কিমি পথ সাইকেল চালিয়ে পাড়ি দিয়েছিলেন। তারপর বাবাকে নিয়ে ফের সাইকেলে করে গ্রামে ফেরত আসেন। 

এই ঘটনাই নজর কাড়ে শিনে কৃষ্ণ-র। তৈরি করে ফেললেন একটি গল্প। যেখানে জ্যোতিই নায়িকা। এমনকি পর্দাতেও তাঁকেই দেখতে চাইলেন পরিচালক। সব মিলিয়ে এখন শুটিং শুরুর অপেক্ষায়। আগস্টেই হয়তো শুরু হয়ে যাবে কাজ। জ্যোতিও খুশি। সিনেমার জন্য তো বটেই; বাবাও যে ঘরে এসে গেছেন! 

Powered by Froala Editor

More From Author See More