অক্সিজেন ও শয্যা সংকটের মোকাবিলায় আইআইএইচএম, নিউটাউনে চালু হল সেফহোম

রাজ্যে অব্যাহত করোনা সংক্রমণ। ক্রমশ বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। কিন্তু সেই তুলনায় অপ্রতুল স্বাস্থ্য পরিকাঠামো। ফলে বাড়ছে অক্সিজেনের জন্য হাহাকার। হাসপাতাল শয্যার চাহিদাও তুঙ্গে। এই পরিস্থিতিতে সাহায্যের জন্য এগিয়ে আসছে একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা। এবার রাজারহাট-নিউটাউনে আইআইএইচএম, গ্রেমাইন্ড কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড, সৌরভ গাঙ্গুলি অফিশিয়াল এবং সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে তৈরি হল কোভিড সেফহোম।

আজ দুপুর তিনটে নাগাদ এই সেফ হোমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন আইআইএইচএমের চিফ মেন্টর সুবর্ণ বসু, হিডকো-র চেয়ারম্যান দেবাশিস সেন, স্থানীয় পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা-সহ একাধিক ব্যক্তিত্ব। আইআইএইচএমের ফেসবুক পেজেও সম্প্রচারিত হয় অনুষ্ঠানটি।

রাজারহাট নিউটাউনের ১২ নম্বর ট্যাঙ্কের ঠিক পাশেই তৈরি করা হয়েছে সেফ হোমটি। সব মিলিয়ে মোট ২৫টি শয্যার বন্দোবস্ত করা হয়েছে সেখানে। থাকছে ২৪ ঘণ্টা অক্সিজেন এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। হাসপাতালে শয্যা না পাওয়া পর্যন্ত কোভিড আক্রান্তদের নিখরচায় পরিষেবা দেবে এই সেফহোমটি। আজ থেকেই এই পরিষেবা মিলবে নিউটাউনে। যোগাযোগের জন্য হেল্পলাইন নম্বরও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে সেফহোম কর্তৃপক্ষের তরফে। 

অন্যদিকে, মাসকয়েক বাদে তৃতীয় ঢেউ-এর সম্ভাবনাও জানিয়েছেন গবেষকরা। এইসব প্রস্তুতি কি তৃতীয় ঢেউ-এর মোকাবিলা করতে সাহায্য করবে আমাদের? তা অবশ্য সময়ই বলবে। কিন্তু বর্তমান পরিস্থিতিও যখন বিশেষ অনুকূল নয়, সেখানে দাঁড়িয়ে আইআইএইচএম-সহ অন্যান্যদের এই উদ্যোগ যে যথেষ্ট ভরসা যোগাবে মানুষকে, তা আর বাড়তি করে বলার অপেক্ষা থাকে না।

আরও পড়ুন
গঙ্গাতীরে গণকবর, দেশের করোনা-পরিস্থিতির প্রতিফলন উত্তরপ্রদেশে?

Powered by Froala Editor

More From Author See More