ট্রান্সজেন্ডারদের জন্য বিশেষ ক্লিনিক শহরে, স্বাস্থ্য পরিষেবা মিলবে বিনামূল্যেই

শহরের হাসপাতাল, ক্লিনিকগুলোতে ঢুকলে, একপ্রকার বাঁকা চোখেই দেখা হত তাঁদের। সমাজের অন্যান্য অংশের মতো এখানেও একপ্রকার ব্রাত্যই ছিলেন তাঁরা। অবশেষে, সেই অবস্থার বদল হতে চলেছে, আংশিক হলেও। সব ঠিক থাকলে, শীঘ্রই কলকাতা পেতে চলেছে ট্রান্সজেন্ডারদের জন্য প্রথম ক্লিনিক। মাসে দু'বার বসবে এই ক্লিনিক। যেখানে শুধুমাত্র তাঁদের জন্যই থাকবে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা। শুধু তাই নয়, এই স্বাস্থ্য পরিষেবা তাঁরা পাবেন বিনামূল্যে!

অ্যাসোসিয়েশন অফ ট্রান্সজেন্ডার অ্যান্ড হিজড়া’স ইন বেঙ্গল এবং 'প্রান্তকথা’র উদ্যোগে এই ক্লিনিকের পরিকল্পনা করা হয়েছে। এই দুটি সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে পিয়ারলেস হাসপাতালও। সমাজের তথাকথিত ভ্রান্ত মানসিকতাকে মুছে ফেলতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানানো হয় প্রান্তকথা-র তরফ থেকে। ট্রান্সজেন্ডার কমিউনিটির খুব কম অংশই ঠিকঠাক চিকিৎসা বা হেলথকেয়ারের সুযোগ পায়। বেশিরভাগ ক্ষেত্রেই তাঁদের ব্রাত্য রাখা হয়। এবার পিয়ারলেস হাসপাতালের উদ্যোগে এই নতুন ক্লিনিক তৈরি হলে সেই সমস্যা অনেকটা মিটবে বলে মনে করা হচ্ছে। এটা তো তাঁদের অধিকারও বটে!

এতদিন হাসপাতালে চিকিৎসার জন্য গেলে ব্যাঙ্গ করা হত তৃতীয় লিঙ্গের মানুষদের। সব ঠিক থাকলে, ২৭ তারিখ খুলবে এই নতুন ফ্রি ক্লিনিক। এখানকার সমস্ত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদেরকেই বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে। বেসরকারি হাসপাতালের মধ্যে পিয়ারলেস প্রথম উদ্যোগ নিলেও, পরে আরও হাসপাতাল এই কাজে যুক্ত হবে বলে আশা রাখছেন সবাই।