‘লিবার্টি এনলাইটনিং দ্য ওয়ার্ল্ড’। চলতি ভাষায় অবশ্য তার পরিচিতি ‘স্ট্যাচু অফ লিবার্টি’ নামেই। নিউ ইয়র্ক হারবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ৩০৫ ফুটের এই মূর্তিটি বিশ্বের সর্বকালীন অন্যতম ভাস্কর্যগুলির মধ্যে একটি। ঐতিহাসিক স্মারকও বলা চলে এই মূর্তিকে। অথচ, এই ঐতিহাসিক মূর্তিটি তৈরি হয়েছিল ফ্রান্সে। তারপর তা যুক্তরাষ্ট্রকে উপহার দিয়েছিল ফরাসি সরকার। এবার সেই ইতিহাসেরই যেন পুনরাবৃত্তি হতে চলেছে। ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে চলেছে দ্বিতীয় ‘স্ট্যাচু অফ লিবার্টি’।
মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষেই এই নতুন মূর্তিটি উপহার দিচ্ছে ফ্রান্স। যদিও মূর্তিটির নির্মাণ শেষ হয়েছিল ২০১১ সালে। মালাকোফ আর্ট ফাউন্ড্রি সাস ফোনডিওরের তত্ত্বাবধানে সেরা পাঁচ ফরাসি শিল্পীকে দিয়ে তৈরি করানো হয়েছিল এই প্রতিলিপি মূর্তিটি। ব্রোঞ্জ দিয়ে তৈরি এই মূর্তিটি বারথোল্ডির তৈরি স্ট্যাচু অফ লিবার্টির হুবহু কার্বন কপি। তবে উচ্চতা অনেক কম। তা আসল স্ট্যাচুর প্রায় ১৬ ভাগের একভাগ। নাম ‘লিটল সিস্টার’। এতদিন প্যারিসের ন্যানশাল মিউজিয়াম অফ আর্টস অ্যান্ড ক্রাফটসের বাগানে শোভা পেত এই দ্বিতীয় মূর্তিটি। এবার তা পাড়ি দেবে যুক্তরাষ্ট্রে। দীর্ঘ সমুদ্রযাত্রার পর ১ জুলাই তা পৌঁছাবে নিউ ইয়র্কে।
১৮৮৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের বন্ধুত্ব দৃঢ় করতেই উপহার দেওয়া হয়েছিল স্ট্যাচু অফ লিবার্টি। পাশাপাশি এই ঐতিহাসিক মূর্তি স্থাপনের মধ্যে দিয়েই উদযাপিত হয়েছে গৃহযুদ্ধের ফলাফল ও দাসপ্রথার অবলুপ্তিও। এবারেও ‘লিটল সিস্টার’ স্থাপনের ক্ষেত্রে মাথায় রাখা হয়েছে দুই দেশের ইতিহাসকে। ৬ জুলাই অর্থাৎ ডি-ডে’র দিনই স্থাপিত হবে নতুন মূর্তিটি। ৭৭ বছর আগে ঠিক এই দিনই নাৎসি-অধিকৃত ফ্রান্সকে মুক্ত করার জন্য মার্কিন সেনারা যুদ্ধে নেমেছিলেন ফরাসি মাটিতে।
প্রাথমিকভাবে ‘লিটিল সিস্টার’ স্থাপিত হবে লিবার্টি আইল্যান্ডের ঠিক উল্টোদিকে। অর্থাৎ, নদীর বিপরীত তীরে নিউ ইয়র্কে। ১ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত সেখানেই প্রদর্শিত হবে স্ট্যাচুটি। তারপর তা সরিয়ে নিয়ে যাওয়া হবে ওয়াশিংটন ডিসি-তে। সেখানেই আগামী দশ বছরের জন্য ব্রোঞ্জ নির্মিত স্ট্যাচুটি রাখা হবে ফরাসি দূতাবাসের সামনে।
আরও পড়ুন
আইফেল টাওয়ার নির্মাণের সঙ্গে জড়িয়ে কল্কি কেঁকলার পূর্বপুরুষ!
বছরের পর বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যটকদের অন্যতম আকর্ষণ স্ট্যাচু অফ লিবার্টি। শুধু এই মূর্তিটি দেখার জন্যই ফি বছর ভিড় জমান ৪০ লক্ষ পর্যটক। ওয়াশিংটন ডিসিতে এবার দ্বিতীয় স্ট্যাচু অফ লিবার্টি বসার পর, মার্কিন রাজধানীও যে বিশেষভাবে আকৃষ্ট করবে পর্যটকদের— তাতে আর নতুন কী?
আরও পড়ুন
৩০০০ বার বিক্রি করেছেন ব্রুকলিন ব্রিজ, রেহাই পায়নি স্ট্যাচু অব লিবার্টিও!
Powered by Froala Editor
আরও পড়ুন
আইফেল টাওয়ার পছন্দ নয়, প্যারিস ছেড়ে চলে গিয়েছিলেন মঁপাসা