চতুর্থ পর্বের লকডাউন শুরু কাল থেকে, আন্তঃরাজ্য বাস পরিষেবা চালু

ক্রমাগত বেড়েই চলেছে মৃতের সংখ্যা, সংক্রমণের সংখ্যা। তার আবহেই আবারও বৃদ্ধি পেল লকডাউনের মেয়াদ। আগামী ৩১শে মে পর্যন্ত বহাল থাকবে লকডাউন। চতুর্থ পর্বের ১৪ দিনের এই লকডাউন শুরু হবে সোমবার থেকে।

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে প্রকাশিত হল লকডাউনের নয়া নির্দেশিকা। তাতে স্কুল কলেজ গুলি বন্ধ রাখারই নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। সঙ্গে বন্ধ থাকবে উড়াল এবং মেট্রোরেলও। একইভাবে এই নিষেধাজ্ঞা জারি থাকছে রেস্তোরাঁ, শপিং মল, সিনেমা হলগুলির ক্ষেত্রেও। তবে সচল করা হল বাস পরিষেবা। রাজ্যগুলির মধ্যে বাস চলাচলে উপকৃত হবেন অনেক মানুষ, মনে করছে কেন্দ্র। এছাড়া কোনো রাজ্য চাইলে আন্তঃরাজ্য সড়কপথে চলাচল করার অনুমতি দিতে পারে অন্যান্য গাড়িগুলিকেও। রাজ্যের হাতেই স্বাধীনতা দেওয়া হয়েছে তার জন্য বিশেষ নিয়মবিধি তৈরির।

যে সকল হোটেল এবং গেস্ট হাউসগুলিতে চিকিৎসাকর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে, শুধু তাদের জন্যই ছাড়পত্র দিয়েছে সরকার। ছাড়পত্র পেল রোড, ওরেঞ্জ এবং গ্রিন জোনের যে কোনো একক দোকান ও লিকার শপ-ও। সঙ্গে নতুন সংযোজন হিসাবে সন্ধে সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত জারি হল নাইট কার্ফিউ। প্রয়োজন হলে লাগু হতে পারে ১৪৪ ধারাও। এছাড়া ১০ বছরের কম শিশু, ৬৫ বছরের বেশি বয়স্ক এবং অন্তঃসত্ত্বাদের বেরনো পুরোপুরি নিষিদ্ধ করল সরকার।

তবে কন্টেনমেন্ট জোনগুলির জন্য বিশেষ কিছু বিধি পরে আরোপিত হতে পারে বলেই জানানো হয়ে। এবার এর পরে রাজ্যগুলি বাড়তি কী কী সিদ্ধান্ত নেয়, তার দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।

Latest News See More