অভাবের ফলে ভারতবর্ষে প্রতিনিয়ত শত শত প্রতিভা নষ্ট হয়ে যায়। কেউ কেউ পড়াশোনা করতে চেয়েও অভাবের কারণে বাবার সাথে কাজ করতে চলে যায়। গ্রাম থেকে হাজার হাজার ছেলে মেয়ে প্রতিদিন শহরে আসে রাজমিস্ত্রীর কাজ করতে। এসব দৃশ্য একটু খেয়াল করলেই আশেপাশে দেখতে পাওয়া যায়। কিন্তু বাবা-মায়ের কাছে তারা রাজপুত্র, উজ্জ্বল। তাঁরা চান, তাঁদের ছেলে-মেয়েরা একটা পাকা স্কুল বাড়িতে পড়াশোনা করবে। অভাবের তাড়নায় এ-দেশে প্রতিদিন কয়েকশো ছেলেমেয়ে শুরুতেই তাদের পড়াশোনায় ইতি টেনে দেয়। আর এই স্বপ্নকে সম্ভব করতেই এবার এগিয়ে এল ফসিলসের টিম।
শিলিগুড়ির গিরিজ্যোতি বিদ্যালয়ের অবস্থা এখন অত্যন্ত খারাপ। মাথার ওপর পাকা ছাদ নেই, নেই টেবিল বেঞ্চ, হজমি গুলি, টিফিন ভাগ করে খাওয়া আর খেলাধুলার জায়গা। তবুও আর্থিক অনটনে জর্জরিত পরিবারের ১০০ জন ছেলেমেয়ে রোজ এই বিদ্যালয়ে পড়তে আসে। এবার তাদেরকে সাহায্যের জন্যেই স্বেচ্ছাসেবী সংস্থা কার্পে ডিয়াম-এর অনন্য প্রয়াস 'আরও একবার ফসিলস'। আগামী ১ সেপ্টেম্বর কলকাতার নজরুল মঞ্চে গিরিজ্যোতি বিদ্যালয়ের পাকা স্কুলবাড়ির জন্যে পারফর্ম করবেন রূপম ইসলাম ও তাঁর ব্যান্ড 'ফসিলস'।
১ সেপ্টেম্বরের ওই অনুষ্ঠান থেকে সংগৃহীত সমস্ত অর্থই চলে যাবে গিরিজ্যোতি বিদ্যালয়ের তহবিলে। তৈরি হবে নতুন স্কুলবাড়ি। টিকিটের মূল্য ২৯৯ টাকা ও ৪৯৯ টাকা। 'আরও একবার ফসিলস' আসলে 'এত নেই'-এর মধ্যে লুকিয়ে থাকা স্বপ্নগুলোকে সত্যি করে দিতে চায়। এক স্কুলবাড়ির ভেতরে হাওয়ায় হাওয়ায় ভেসে বেরাবে হাজারো স্বপ্ন। তাদের বিশ্বাস আপনাদের পাশে পেলে এ স্বপ্ন সত্যি হবেই। আর আপনিও এদের হাসি ফোটাতে পারেন আপনার উপস্থিতির মধ্যে দিয়ে। সেপ্টেম্বরের প্রথম দিনেই হয়ত আপনার জন্যে অনেকগুলো 'স্বপ্ন আর হাসি মুখ' নিয়ে বেড়ে উঠবে এই ছোট্ট পৃথিবী।
ছবি ঋণ - ইউটিউব