বাংলার রাজনীতির জগতে আবারও করোনার থাবা। এবার সংক্রমণের শিকার ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ৮৫ বছর বয়সী এই বরিষ্ঠ রাজনীতিক শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে যান রুটিন চেক-আপ করাতে। সোমবার, ১০ আগস্ট হাসপাতালে তাঁর শরীরে করোনা ধরা পড়ে। ট্যুইটারে তিনি নিজের সংক্রমণের কথা জানিয়েছেন।
https://twitter.com/CitiznMukherjee/status/1292726865984024577?s=19
প্রাক্তন রাষ্ট্রপতি তাঁর ট্যুইটার পোস্টে লিখেছেন, অন্য একটি কাজে হাসপাতাল গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানেই পরীক্ষার পর তাঁর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। এই খবর জানিয়ে তিনি কিছুদিনের মধ্যে তাঁর সংস্পর্শে আসা মানুষদের আপাতত আইসোলেশনে থাকার এবং করোনা পরীক্ষা করার অনুরোধ জানিয়েছেন।
১৯৩৫ সালে বীরভূম জেলায় জন্ম প্রণব মুখোপাধ্যায়ের। রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি অত্যন্ত সফল একজন ব্যক্তিত্ব। দেশের অন্যতম সফল অর্থমন্ত্রীদের তালিকায় একজন তিনি। পাশাপাশি ভারতের জাতীয় কংগ্রেসের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে নিরপেক্ষভাবে সামলেছেন দেশের রাষ্ট্রপতির পদও। এমন একজন মানুষের করোনা সংক্রমণের খবরে বাংলা তো বটেই, সারা দেশের মানুষ চিন্তিত। আশা করা যায় সব সংকট কাটিয়ে আবার সুস্থ জীবনে ফিরে আসবেন তিনি।
আরও পড়ুন
করোনার থাবা ক্রীড়ামহলেও, আক্রান্ত ভারতীয় হকি দলের অধিনায়ক-সহ আরও চার
Powered by Froala Editor
আরও পড়ুন
করোনায় আক্রান্ত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ভর্তি হচ্ছেন হাসপাতালে