করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে দ্রুত। বিধ্বস্ত প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানও। এই কঠিন পরিস্থিতিতে সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। এবার তিনিও আক্রান্ত হলেন মারণ ভাইরাসে।
শাহিদ আফ্রিদি শনিবার সকালেই নিজের ট্যুইটারে জানান এই কথা। উল্লেখ করেন, গত বৃহস্পতিবার থেকেই উপসর্গ দেখা দিয়েছিল করোনা ভাইরাসের। গায়ে ব্যথার সঙ্গে সঙ্গে জ্বরেও আক্রান্ত হয়েছিলেন এই প্রাক্তন ক্রিকেটার। লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছিল সেদিনই। তখনই পজিটিভ আসে করোনা টেস্টের রিপোর্ট।
করোনার আবহের মধ্যেই সক্রিয়ভাবে পাকিস্তানের বিভিন্ন শহর ও গ্রামগুলিতে দরিদ্রদের খাদ্য এবং প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছিলেন তিনি এবং তাঁর সংস্থা শাহিদ আফ্রিদি ফাউন্ডেশন। বিজ্ঞাপন সংস্থাগুলিকে প্রস্তাব দিয়েছিলেন বিনা পারিশ্রমিকে তিনি কাজ করতে রাজি। শর্ত বলতে কেবল একটাই, সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে ত্রাণ। তাঁর এমন উদ্যোগের প্রশংসা করেছিল গোটা দুনিয়া। এখন তাঁরই অসুস্থতায় চিন্তার ছায়া ক্রিকেট মহলে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগীরা।
Powered by Froala Editor
আরও পড়ুন
আগামী বছরের শুরুতেই করোনা প্রতিষেধক আনতে চলেছে ভারতীয় সংস্থা প্যানাসিয়া বায়োটেক