হৃদরোগে আক্রান্ত কপিল দেব, উদ্বেগে অসংখ্য ক্রীড়াপ্রেমী

একের পর এক কিংবদন্তির জীবন সংকটের সাক্ষী ২০২০ সাল। আর সেই তালিকাতেই যুক্ত হল ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক কপিল দেবের নামও। যাঁর হাত ধরে প্রথম বিশ্বকাপের স্বাদ পেয়েছিল ভারতীয় ক্রিকেট দল। জানা গিয়েছে বয়সের কারণেই তাঁর হৃদযন্ত্রে চাপ পড়েছে। রীতিমতো সংকটজনক অবস্থাতেই কপিল দেব ভর্তি আছেন দিল্লির একটি বেসরকারি হাসপাতালে।

দিল্লি শহরের ক্রীড়া সাংবাদিক লীনা ঠাকরের ট্যুইটার পোস্ট থেকে প্রথম জানা যায় কপিল দেবের অসুস্থতার খবর। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে জানা গিয়েছে এর মধ্যেই এঞ্জিওপ্লাস্টি করা হয়েছে তাঁর। এখন তাঁর সুস্থ হয়ে ওঠার খবরের জন্যই অপেক্ষা করছেন ক্রীড়া ব্যক্তিত্ব থেকে সাধারণ মানুষ, প্রত্যেকেই।

১৯৭৮ সাল পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ দিয়ে জাতীয় দলে আত্মপ্রকাশ করেছিলেন কপিল দেব। বাইশ গজে ঝড় তুলে দিয়ে অচিরেই হয়ে উঠলেন হরিয়ানা হ্যারিকেন। আর এর পরেই ১৯৮৩ সালে তাঁর নেতৃত্বেই ঘটে গেল সেই অঘটন। মাত্র ১৮৩ রানের পুঁজি নিয়েই প্রবল পরাক্রমী ওয়েস্ট ইন্ডীজকে আটকে দিলেন বিশ্বকাপ ফাইনালের ম্যাচে। ২২৫টি একদিনের ম্যাচে ২৫৩টি উইকেটও নিয়েছেন তিনি। আবার টেস্ট ক্রিকেটে ৫ হাজার ২৫৮ রান এবং একদিনের ম্যাচে ৩ হাজার ৭৮৩ রানের অধিকারী তিনিই। ক্রিকেট ছাড়াও গলফের মাঠে দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। কপিল দেব হয়ে উঠেছিলেন একটা সময়ে ভারতীয় ক্রীড়া জগতের মুখ। স্বাভাবিকভাবেই তাঁর আকস্মিক অসুস্থতার ঘটনায় উদ্বিগ্ন সকলেই।

Powered by Froala Editor

Latest News See More