সামলানো গেল না করোনার ধাক্কা, প্রয়াত অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ

ভারতের রাজনীতি জগতে আবারও এক নক্ষত্রপতন। চলে গেলেন আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। সোমবার বিকালে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হসপিটাল থেকে তাঁর মৃত্যুসংবাদ জানানো হয়। আগস্ট মাসেই করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত প্লাজমা চিকিৎসার ফলে সুস্থ হয়ে উঠেছিলেন। তবে কোভিড পরবর্তী সঙ্কটে আর প্রাণ ধরে রাখতে পারলেন না। রবিবার বিকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটছিল। তরুণ গগৈয়ের প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল।

২০০১ সালে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচনে জয়ী হয়ে আসামের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন তরুণ গগৈ। তারপর একটানা তিনবার জয়ী হন তিনি। ১৫ বছর মুখ্যমন্ত্রীত্ব সামলেছেন তরুণ গগৈ। তবে রাজনীতির ময়দানে ছিলেন শেষ দিন পর্যন্ত। ২০২১ সালের নির্বাচনের আগেও কংগ্রেসের সবচেয়ে বড় স্তম্ভ ছিলেন তিনি।

গুয়াহাটি মেডিক্যাল কলেজে তরুণ গগৈ ২ নভেম্বর ভর্তি হন। তখন থেকেই বার্ধক্যজনিত নানা সমস্যা দেখা যায়। তবু তাঁর আরোগ্য কামনা করেছিলেন সকলেই। কিন্তু ৮৪ বছর বয়সেই রাজনীতির জগত থেকে বিদায় নিলেন তিনি। কিছুদিন আগেই প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে ভারতের রাজনীতির পরিসর অনেকটা আয়তন হারিয়েছে। তরুণ গগৈ-এর মৃত্যু তার পরে কংগ্রেস এক বড়ো ধাক্কা।

Powered by Froala Editor