উন্নয়নের নামে আজও অসংখ্য প্রাচীন গাছ কেটে ফেলা হয় প্রতিনিয়ত। গাছেদের জীবন আছে, একথা তো সকলেই জানেন। কিন্তু সেই জীবনের মূল্য ঠিক কতটা? পরিবেশকর্মীরা অবশ্য বারবার সচেতন করে চলেছেন আমাদের। আর এবার সুপ্রিম কোর্ট দায়িত্ব নিয়ে প্রতিটি গাছের জন্য মূল্য নির্ধারণ করতে চলেছে। ভারতের আইনে এই প্রথম এমন মূল্য নির্ধারণ করা হবে। ১০০ বছরের বেশি বয়সের প্রতিটি গাছ এই আইনের আওতায় পড়বে। আর প্রতিটি গাছের মূল্য হবে তাদের বয়স গুণিতক ৭৪,৫০০ টাকা।
সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন একটি কমিটি এই রিপোর্ট পেশ করেছে। কমিটির সদস্যদের মধ্যে আছেন এএস বোপান্না এবং ভি রামাসুব্রহ্মনিয়ম। কমিটির রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, নানা সরকারি ও বেসরকারি প্রকল্পেই সামান্য মুনাফার আশায় বহু প্রাচীন গাছ কেটে ফেলা হয়েছে। ক্ষতিপূরণ বাবদ কিছু নতুন গাছ অবশ্য লাগানো হয়েছে। কিন্তু প্রাচীন গাছ যেভাবে ভূমিক্ষয় ও বায়ুদূষণ রোধ করতে পারে, নতুন গাছের পক্ষে তা সম্ভব নয়। এর মধ্যে পশ্চিমবঙ্গে চারটি রেলওয়ে ওভারব্রিজ তৈরির জন্য শতাধিক প্রাচীন গাছ কেটে ফেলার অনুমতি পেয়ে গিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে সেই অনুমতিকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবি ও পরিবেশকর্মী প্রশান্ত ভূষণ। সেই মামলার সাপেক্ষেই এই আইন তৈরি করতে চলেছে সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি এসএ বোবদে জানিয়েছেন, এভাবে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের উপর নিষেধাজ্ঞা জারি করা সত্যিই দুর্ভাগ্যজনক। কিন্তু পরিবেশ বাঁচানোর ক্ষেত্রে এই পদক্ষেপ নিতেই হবে। যদিও এখনও সুপ্রিম কোর্ট এই রিপোর্টে শিলমোহর দেয়নি। কেন্দ্র সরকারের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকার ও প্রশান্ত ভূষণের কাছ থেকেও প্রতিক্রিয়া জানতে চেয়েছে আদালত। তবে সেইসমস্ত প্রতিক্রিয়া হিসাব করে মূল্যের হেরফের করা হলেও মূল আইনে কোনো পরিবর্তন হবে না বলেই জানিয়েছেন বিচারপতি বোবদে। হয়তো এভাবেই বহু অরণ্য ও প্রাকৃতিক সম্পদ উন্নয়নের করাল গ্রাস থেকে জীবন ফিরে পাবে।
Powered by Froala Editor