করোনার জেরে থমকে নিউ ইয়র্কের মেট্রো, ১৯০৪ সালের পর এই প্রথম

নিউ ইয়র্ক বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ঝাঁ-চকচকে একটা শহর। উঁচু উঁচু বাড়ি, সবসময় লোকের ভিড়; এ যেন সব পেয়েছির আসর। এই সবকিছুই থেমে গেছে এখন। গোটা নিউ ইয়র্ক আজ স্তব্ধ। এমনকি থেমে গেছে সেখানকার অন্যতম আকর্ষণ ‘সাবওয়ে’। দীর্ঘ ১১৬ বছরের ইতিহাসে এই প্রথমবার আংশিক স্তব্ধ এই পরিষেবা।

কলকাতার মেট্রো বা লন্ডনের টিউবের মতোই এই সাবওয়ে। মাটির নিচ দিয়ে সোজা বেরিয়ে যায় ট্রেন। সময় বাঁচানোর জন্য প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করেন এর মাধ্যমে। হিসেব অনুযায়ী, স্বাভাবিক সময় এই সাবওয়ে দিয়ে গড়ে ৫৫ লাখ মানুষ যাতায়াত করতেন! কিন্তু এখন নিউ ইয়র্কের অবস্থা অত্যন্ত সংকটজনক। শুধু নিউ ইয়র্ক নয়, গোটা আমেরিকাই করোনার আক্রমণে ছারখার হয়ে যাচ্ছে। আক্রান্তের সংখ্যা ১২ লাখ ছাড়িয়ে গেছে, মৃত ৭৪,৫০০।

এমন অবস্থাতেই ২৪ ঘণ্টা সাবওয়ে সার্ভিস বন্ধ করার সিদ্ধান্ত নিল প্রশাসন। ১৯০৪ সালের পর এই প্রথমবার এমন সিদ্ধান্ত। একটা নির্দিষ্ট সময় সাবওয়ে বন্ধ রেখে সমস্ত ওয়াগন পরিষ্কার করা হবে। যাত্রীসংখ্যা এমনিতেই অনেক কমে গেছে। এমন অবস্থায় অন্তত চার থেকে আট বিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু এমন পরিস্থিতিতে বন্ধ না করেও তো উপায় নেই।