হাইকোর্টের নির্দেশে বন্ধ ফুটপাতের বইয়ের বাজার

বই নিয়ে পসরা বসত এখানে। রাস্তার দু’পাশে বই সাজিয়ে বিক্রেতাদের অপেক্ষা। জনপ্রিয় ও প্রাচীন এই ঠিকানায় পড়ুয়ার ভিড়েরও কমতি ছিল না। নিয়ম করে প্রতি রবিবার। কিন্তু হাইকোর্টের নির্দেশে বন্ধ হয়ে গেল সেই ফুটপাতের দোকানগুলি।  হ্যাঁ, এমনটাই ঘটেছে দিল্লির দরিয়াগঞ্জে। গতকাল ধরলে, পরপর দুটি রবিবার পসরা বসেনি সেখানে।

আদালতের নির্দেশ, রবিবার জামে মসজিদের কাছে নেতাজী সুভাষ মার্গে কোনো সাপ্তাহিক বাজারের অনুমতি দেওয়া হবে না। দিল্লি ট্রাফিক পুলিশের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই এই আদেশ দেয় দিল্লি হাইকোর্ট। আর এতেই মাথায় হাত প্রায় ২৫০ জন বই বিক্রেতার। তাঁদের আয়ের মূল উৎস ছিল এই ফুটপাতের এই বইয়ের দোকানগুলিই।

প্রকৃতপক্ষে, নেতাজী সুভাষ মার্গ দরিয়াগঞ্জের একটি ব্যস্ত রাস্তা। লোকজনের আনাগোনা লেগেই থাকে। সে-কারণে বিক্রেতারাও বেছে নিয়েছিলেন ওই জায়গাই। কিন্তু পথচারীদের অসুবিধার কারণ দেখিয়ে আদালতের এই নির্দেশ বিপদ ডেকে এনেছে।  

সংশ্লিষ্ট কর্মকর্তারা এখন চেষ্টা চালাচ্ছেন বাজারটি অন্য জায়গায় স্থানান্তরিত করার। যতদিন না সেটা সম্ভব হচ্ছে, বন্ধ রাখা ছাড়া উপায় নেই। দ্রুত অন্যত্র দোকান চালু করার অপেক্ষাতেই এখন দিন গুনছেন বিক্রেতারা।

Latest News See More