৭০ বছরের আড়াল সরিয়ে, উড়ুক্কু কাঠবেড়ালির দেখা মিলল ভারতে

পাখি নয়, পতঙ্গ নয়, কিন্তু আকাশে উড়ে বেড়ায়। আসলে একটি কাঠবেড়ালি। ডানা মেলে বহুদূর পাড়ি দিতে না পারলেও লোমশ পায়ের ব্যবহারে অনেক লম্বা ড্রাইভ দিতে পারে তারা। তাই এদের নাম উলি ফ্লাইং স্ক্যুইরেল বা লোমশ উড়ুক্কু কাঠবেড়ালি। তবে এতদিন মনে করা হত, হিমালয়ের পাদদেশ থেকে বিদায় নিয়েছে এই প্রাণী। ৭০ বছর আগেই আইইউসিএন লাল তালিকায় নথিভুক্ত করে এই প্রাণীর নাম। আর দেখা যায়নি এদের।

তবে সম্প্রতি একটি ফটোগ্রাফ এইসব ধারণাকেই নস্যাৎ করে দিল। উত্তরাখণ্ডের গঙ্গোত্রী ন্যাশানাল পার্কে সম্প্রতি আবার দেখা গিয়েছে এই উড়ুক্কু কাঠবেড়ালির প্রজাতিটিকে। আর বনবিভাগের গবেষকরা ছবিটি পরীক্ষা করে জানিয়েছেন এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। তবে ৭০ বছর পর এমন একটা প্রাণীর দেখা পাওয়া সত্যিই অবাক করা ঘটনা।

শুধু গঙ্গোত্রীতেই নয়, দেরাদুনের ভগীরথ উপত্যকাতেও সম্প্রতি এই প্রাণীটির দেখা পাওয়া গিয়েছে। ওয়াইল্ডলাইফ ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার গবেষকরা এই সন্ধানের সত্যতাও স্বীকার করেছেন। সম্প্রতি লকডাউনের সময় প্রকৃতির ক্রমশ সুস্থ হয়ে ওঠা বারবার প্রমাণ করে দেয় প্রকৃতির উপর কতটা অত্যাচার করেছে মানুষ। হয়তো লকডাউন না হলে এই প্রাণীদের বিলুপ্ত বলেই মেনে নিতে হত। কিন্তু প্রশ্ন থেকে যায়, পরিস্থিতি স্বাভাবিক হলে কি আবার অস্তিত্বের সংকটে পড়বে উলি ফ্লাইং স্ক্যুইরেল?

Powered by Froala Editor

আরও পড়ুন
অরুণাচল প্রদেশের ঢালে সন্ধান মিলল নতুন মথের, অন্যটির দেখা মিলল ১০০ বছর পর