বন্যার কবলে দক্ষিণবঙ্গের একাধিক জেলা; ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি সতর্কতা

কিছুদিন আগেই বন্যায় ভেসেছিল উত্তরবঙ্গ। প্লাবিত হয়েছিল জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং ডুয়ার্সের বহু অংশ। গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের ফলে তৈরি হল বন্যা-পরিস্থিতি। বৃষ্টির জেরে ভয়ঙ্কর চেহারা নিল কংসাবতী, শিলাবতী, চণ্ডিয়া, ঝুমি প্রভৃতি নদীগুলি।

উপচে পড়া স্রোতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলা। এছাড়াও কম-বেশি প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও। জলস্তর বাড়ায় মৌসুনী সহ অন্যান্য উপকূলবর্তী দ্বীপগুলির অবস্থাও শোচনীয়। বাড়ি নদীর জল ঢুকে বাস অযোগ্য হয়ে উঠেছে একাধিক এলাকা। পাশাপাশি হাঁটুজল জমে নষ্ট হয়েছে ফসল। ধান, পাট এবং সবজির চাষে বড়-সড় ক্ষতির ধাক্কা কৃষকদের কাছে। দক্ষিণবঙ্গের পুকুর এবং ভেড়িগুলিতেও নোনাজল ঢোকায় ক্ষতির মুখে মৎস্য চাষিরা। 

স্থানীয় মানুষের উদ্যোগেই কিছুদিন আগে কংসাবতী নদীর ওপরে তৈরি হচ্ছিল একটা কাঠের সাঁকো। জলে তোড়ে ভেসে যায় অসম্পূর্ণ কাজ। এছাড়াও শালবনি, লক্ষণপুর প্রভৃতি অঞ্চল মিলিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ৮টি সাঁকো ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। ঘাটাল, মগরা, পরমানন্দপুর প্রভৃতি অঞ্চলে নদীর বাঁধ ভেঙে বেড়েছে বিপত্তি। পাঁশকুড়া পৌরসভায় সদ্যনির্মিত স্লুইস গেটে ফাটলের কারণে ঢুকেছে বেনো জল। তবে জরুরি তৎপরতায় তা আপাতত কাজ চালানোর মতো মেরামত করেন কর্মীরা। 

অন্যদিকে বৃষ্টির দোসর হয়েই ভরা কোটাল বিপদ বাড়িয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের। গত সপ্তাহে মুকুটমণিপুর জলাধার থেকেও ছাড়া হয়েছে ৫০০০ কিউসেক জল। নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করার, তা আরও একটি বড়ো কারণ।

আরও পড়ুন
ঘূর্ণিঝড়ের রেশ কাটতে না কাটতেই বন্যা, আশ্রয়হীন মৌসুনী দ্বীপের ৩ হাজার মানুষ

তবে এখানেই বিপত্তির শেষ না। আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে ভারি-অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর। সতর্কতা জারি করা হয়েছে গাঙ্গেয় উপত্যকায়। অবস্থার আরও অবনতি ঘটতে পারে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলায়। কলকাতা এবং পার্শ্ববর্তী হাওড়া এবং হুগলিতেও ভারী বৃষ্টির কারণে জল জমে ব্যহত হতে পারে যান চলাচল এবং দৈনন্দিন জীবন। তবে পরিস্থিতি আয়ত্তে আনার জন্য আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে প্রশাসন...

Powered by Froala Editor

আরও পড়ুন
করোনা পরিস্থিতিতেই নজিরবিহীন বন্যা দেশে, সংকটে একাধিক রাজ্য

Latest News See More