ভীষণ ঝড়ে কোনোক্রমে আশ্রয় জুটেছে ক্যামেরুনবাসী ইসমাইল ইবোনের। প্রতিবেশীর ঘর ভেঙে গেছে ঝড়ে। বয়ে যাওয়া বন্যার জলে ভেসে বেড়াচ্ছে বেশ কিছু প্লাস্টিকের বোতল। সেই দৃশ্য দেখেই তাঁর মাথায় আসে এক দারুণ বুদ্ধি। শহর থেকে প্লাস্টিকের বোতল জোগাড় করে বানিয়ে ফেলেন একটি ছোট্ট নৌকো। উদ্দেশ্য নৌকা কতখানি ঝড় সামলাতে পারে, তা পরীক্ষা করা। সমুদ্রের অনান্য মাঝিদের অবাক করে ভয়ঙ্কর ঝড়ে সে নৌকা ছিল অবিকল একই অবস্থায়।
তারপর থেকেই ইসমাইল তাঁর জীবনকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেছেন। পরিবেশে প্লাস্টিকের ক্ষতিকর ব্যবহার কমানোর পক্ষে তিনি শুরু করেছেন নতুন লড়াই। শহর থেকে প্লাস্টিক জোগাড় করে তা দিয়ে নৌকা বানিয়ে নতুন উদ্যোগে সামিল হন ইসমাইল। তাঁর এই উদ্যোগের নাম 'মাদিবা এন্ড নেচার'। তাঁর এই উদ্যোগে উদ্বুদ্ধ হয়ে ইতিমধ্যেই ক্যামেরুনিয়ান অর্গ্যানাইজেশন ইকোবিনের সাহায্যে বর্জ্য পদার্থ সংগ্রহ করে রিসাইকল করার নতুন পন্থা আবিষ্কার করেছে।
কিরিবি ও ডৌলার সমুদ্র এবং নদীতে প্লাস্টিকের বোট বানিয়ে ইকো-ট্যুরিজম-এ এক নতুন দিক খুলে দিলেন ইসমাইল।