ভেন্টিলেশনে থাকা রোগীর শরীরে প্লাজমা থেরাপি প্রয়োগ কলকাতায়, ভারতে এই প্রথম

বাংলায় প্লাজমা থেরাপির ব্যবহার করা হয়েছিল সপ্তাহ দুয়েক আগেই। ইতিবাচক ফলাফলই মিলেছিল প্লাজমা থেরাপিতে। দ্রুত সুস্থ হয়ে উঠেছিলেন করোনা আক্রান্তরা। তবে তাঁরা সকলেই প্রাথমিক স্তরে আক্রান্ত ছিলেন ভাইরাসে। এবার আরও এক ধাপ এগিয়ে, কলকাতার চিকিৎসকরা এই থেরাপির ব্যবহার করলেন সঙ্কটজনক রোগীদের শরীরে। সারা ভারতে এই প্রথম প্লাজমা থেরাপি প্রয়োগ করা হল সঙ্কটজনক রোগীর ওপরে।

আজ বেলেঘাটা আইডি হাসপাতালে ভেন্টিলেশনে থাকা দুই রোগীর ওপরে প্রয়োগ করা হয় প্লাজমা থেরাপি। তাঁদের মধ্যে একজন নার্স এবং আরেকজন একটি হেলথ ক্লিনিকের কর্মচারী। প্লাজমা ট্রায়ালের জন্য অনুমতি নেওয়া হয়েছিল ওই দুই রোগীর থেকেই। তবে চিকিৎসকরা প্রস্তুতি শুরু করেছিলেন বেশ কিছুদিন আগে। করোনার প্রকোপ থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর দেহ থেকে সংগ্রহ করা হয়েছিল প্লাজমা। মিলিয়ে নেওয়া হয়েছিল রক্তের গ্রুপ। সংগৃহীত সেই প্লাজমাই ২০০ মিলিলিটার করে প্রয়োগ করা হয়েছে ওই দুই রোগীর শরীরে।

এই উদ্যোগ যৌথভাবে নিয়েছিল বেলেঘাটা আইডি এবং মেডিকেল কলেজের হেমাটোলজি এন্ড ব্লাড ট্রান্সফিউশন বিভাগ। যদি সংকটজনক রোগীদের ওপর প্লাজমার প্রয়োগ সফলতা পায়, তবে নতুন দিগন্ত খুলে যাবে চিকিৎসা পদ্ধতির। বাড়বে সুস্থতার হারও। বাঁচানো সম্ভব হবে আশঙ্কাজনক অবস্থায় আক্রান্ত ব্যক্তিদের। ইতিহাসের সাক্ষী হয়ে ফলাফলের অপেক্ষাতেই এখন প্রহর গুনছেন কলকাতার চিকিৎসকরা।

Powered by Froala Editor

আরও পড়ুন
আগামী বছরের শুরুতেই করোনা প্রতিষেধক আনতে চলেছে ভারতীয় সংস্থা প্যানাসিয়া বায়োটেক

Latest News See More