ভারতেও বাদুড়ের শরীরে হদিশ মিলল করোনার, সতর্ক চিকিৎসকরা

করোনা ভাইরাসের সঙ্গে মানুষের যেমন সম্পর্ক, তেমনই সম্পর্ক আরও একটি প্রাণীর। হ্যাঁ, ঠিক ধরেছেন— বাদুড়। মনে করা হয়, বিগত কয়েক মাস ধরে যে করোনা ভাইরাসের এত দাপট, তার সূত্রপাত বাদুড় থেকেই। কিন্তু সে তো চিনে। ভারতেও কি এমন কিছু ঘটেছে? সম্প্রতি একটি রিপোর্টে এমন তথ্যই পাওয়া গেল। সেখানে বলা হয়েছে, ভারতীয় বাদুড়ের দুটি প্রজাতির মধ্যে করোনা ভাইরাসের হদিশ পাওয়া গেছে।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর এবং পুনের ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজি (এনআইভি)-এর এই যৌথ গবেষণা সামনে এসেছে। গত বছর থেকেই এই পরীক্ষা চালিয়ে আসছে এই দুই সংস্থা। মূলত ইন্ডিয়ান ফ্লাইং ফক্স আর রোসেট্টা - এই দুই প্রজাতির বাদুড়কে গবেষণার আওতায় আনা হয়েছে। কেরালা, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ, পণ্ডিচেরি ইত্যাদি জায়গার বনাঞ্চল থেকে এই প্রাণীদের ধরা হয়েছে। এই পুরো কাজটাই করা হয়েছে বন্যপ্রাণ দফতরের অনুমতি নিয়ে। মোট ৫০৮টি ইন্ডিয়ান ফ্লাইং ফক্স আর ৭৮টি রোসেট্টা বাদুড়ের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ২৫টি নমুনায় করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

তবে এই বাদুড়দের থেকে মানুষের মধ্যে করোনা ছড়িয়েছে বা ছড়াতে পারে কিনা, সেটা এখনও বলা যায় না। তার জন্য আরও পর্যবেক্ষণের প্রয়োজন বলে জানিয়েছেন আইসিএমআর কর্তৃপক্ষ। তবে প্রথমবার ভারতে বাদুড়ের শরীরে করোনা পাওয়া গেল, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন চিকিৎসকমহল। প্রসঙ্গত, চিনে যখন করোনা ভাইরাসের সংক্রমণ ঘটে, তখনও গবেষণায় এই বাদুড়-তত্ত্বই উঠে এসেছিল। এবার ভারতের এই সাম্প্রতিক রিপোর্ট সেটাকেই জোরালো করল বলে মনে করা হচ্ছে।

Latest News See More