ছোটোবেলা থেকে প্রতিপদেই বাধ সেধেছে বৈষম্য। দলিত হওয়ার কারণে মন্দিরে তাঁর প্রবেশ ছিল নিষিদ্ধ। কে রাধাকৃষ্ণন। কেরলের চেলক্কার নির্বাচনী কেন্দ্র থেকে ভোটে জিতে এর আগেও তিনবার বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলেন তিনি। সদ্য-সমাপ্ত নির্বাচনেও লক্ষাধিক ভোটে জয় পান রাধাকৃষ্ণন। এবার তাঁকে রাজ্যের দেবাস্বম মন্ত্রীর দায়িত্ব দিলেন পিনারাই বিয়াজন। ঐতিহাসিক এই সিদ্ধান্তে ভাঙল ভাঙল বর্ণবৈষম্যের দীর্ঘদিনের বেড়াজাল।
দেবাস্বম শব্দের বাংলা অর্থ ঈশ্বরের সম্পদ। কেরলে দেবাস্বম মূলত একটি ধর্মীয় ট্রাস্ট। রাজ্যের প্রায় ৩ হাজারেরও বেশি মন্দিরের রক্ষণাবেক্ষণ করে এই সংগঠন। দীর্ঘদিন ধরেই কেরলে চলে আসছে এই দেবাস্বম ব্যবস্থা। রয়েছে পৃথক মন্ত্রালয়ও। তবে এতদিন পর্যন্ত উচ্চ বর্ণের ব্রাহ্মণ ছাড়া সেই দায়িত্ব দেওয়া হত না অন্য কাউকে। এর মধ্যে রাজ্যের সিংহাসনে বদল এসেছে বহুবার। তবে চিরাচরিত প্রথাকে বদলাতে চায়নি কেউই। তবে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন পিনারাই বিয়াজন।
এর আগে ১৯৯৬ সালে কেরলে ই.কে. নায়ানারের সরকারের সময় পিছিয়ে পড়া সম্প্রদায়ের উন্নয়ন মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন রাধাকৃষ্ণন। ছিলেন দলিত শোষণ মুক্তি মঞ্চের জাতীয় সভাপতি। সেসময় একাধিকবার সরব হয়েছেন বর্ণবৈষম্যের বিরুদ্ধে। নয়ের দশকে কেরলে কৃষক আন্দোলনের নেতৃত্বও দিয়েছিলেন তিনি। বিরোধী দলনেতা থাকার সময় সরকারের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে সংগঠিত করেছিলেন ছাত্রদেরও।
২০০৬ সালে কেরল বিধানসভায় স্পিকারের দায়িত্ব পালন করেন রাধাকৃষ্ণন। তবে তারপর ২০১১ সালে হন আইনমন্ত্রী। তবে গত বিধানসভা নির্বাচনে অংশ নেননি তিনি। তার ঠিক পাঁচ বছর পরেই আবার ঐতিহাসিক প্রত্যাবর্তন।
আরও পড়ুন
লক্ষ্য বৈষম্যহীন রায়, মনোবিদের কাছে সমকামিতার পাঠ নিচ্ছেন হাইকোর্টের বিচারপতি
সবরিমালা মহিলাদের মন্দিরে প্রবেশাধিকার নিয়ে এই মুহূর্তে উত্তপ্ত গোটা কেরল। সেই তীব্র বিতর্কের মধ্যেই দেবাস্বম মন্ত্রী হিসাবে শপথ নিলেন রাধাকৃষ্ণন। যা গোটা দেশের কাছে এক দৃষ্টান্ত। বিশ্লেষকরা আশাবাদী, মুক্তমনা রাধাকৃষ্ণনের দৌলতে কেরলের সাম্প্রদায়িক বৈষম্যের ছবি বদলে যাবে আপাদমস্তক। পাশাপাশি শবরীমালা মহিলাদের সমস্যাটির যুক্তিযুক্ত সমাধান আসবে তাঁর হাত দিয়েই, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা…
আরও পড়ুন
১০০ কোটি ভ্যাকসিনপ্রাপ্তের অর্ধেকই ৩টি দেশের! বৈষম্যের চিত্র বিশ্বজুড়ে
Powered by Froala Editor
আরও পড়ুন
অরণ্য হারিয়ে ঠাঁই শহরে, বৈষম্যে জেরবার ব্রাজিলের প্রাচীন জনগোষ্ঠী