অসুরদের বিরুদ্ধে লড়াই করে দেবতাদের স্বর্গ ফিরিয়ে দিয়েছিলেন দেবী দুর্গা। বাস্তবেও মাঝে মধ্যে এমন দুর্গাদের দেখা মেলে। লিঙ্গ সমতাকে সামনে রেখে দেশের বিভিন্ন উচ্চ পদে আসীন ভারতীয় মহিলারা। সম্প্রতি ইন্ডিয়ান নেভিতে দেশের প্রথম মহিলা পাইলট হতে চলেছেন লেফটেন্যান্ট শিবাঙ্গী।
আগামী ৪ই ডিসেম্বর নেভি ডে। তার ঠিক দুদিন আগে অর্থাৎ দোসরা ডিসেম্বর তিনি কোচিতে ন্যাভাল অপারেশনে নিযুক্ত হবেন। বিহারে পড়াশোনা শেষ করে তিনি ইন্ডিয়ান নেভিতে যোগদান করেছিলেন। অবেশেষে স্বপ্ন সত্যি হল। ২ ডিসেম্বর তিনি ডর্নিয়ার অ্যায়ারক্রাফট চালানোর অনুমতি পাবেন।
এ-বছরই মে মাসে ইন্ডিয়ান এয়ারফোর্সে প্রথম মহিলা পাইলট হয়ে দেশের মুখ উজ্জ্বল করেছেন লেফটেন্যান্ট ভাবনা কান্থ। পিছিয়ে নেই ইন্ডিয়ান আর্মিতে যোগদান করা মহিলারাও। ২০২১ সালের মার্চ মাসে দেশে প্রথম ইন্ডিয়ান আর্মিতে ১০০ জন মহিলা যোদ্ধা নিযুক্ত হতে চলেছেন।
আগামী দিনে লড়াইয়ের নতুন মুখ নারীশক্তি। দেশের বিভিন্ন কোণ থেকে উঠে আসা নারীদের হাতেই উঠতে চলেছে দেশরক্ষার গুরুদায়িত্ব।