অলিম্পিকে প্রথমবার কোনো ভারতীয় দম্পতি, ইতিহাস তৈরির পথে অতনু-দীপিকা

অস্ট্রেলিয়ার মিচ লার্কিং ও এমিলি জুটি হোক কি যুক্তরাষ্ট্রের অ্যাস্টন-ব্রায়ানি— অলিম্পিকের মঞ্চে বার বার রাজত্ব করেছেন ক্রীড়া-দম্পতিরা। এবার সেই তালিকায় যুক্ত হবে ভারতেরও দুই তারকার নাম। অতনু দাস এবং দীপিকা কুমারী। প্রথম ভারতীয় দম্পতি হিসাবে আসন্ন টোকিও অলিম্পিকের টিকিট পেলেন তাঁরা। তৈরি হল নজিরবিহীন ইতিহাস।

তবে এই প্রথম নয়। এর আগেও অতনু-দীপিকা জুটিকে দেখা গিয়েছিল অলিম্পিকের মঞ্চে। তবে তখনও বিবাহবন্ধনে আবদ্ধ হননি তাঁরা। সম্প্রতি পুনেতে অলিম্পিকের ট্রায়ালে নিজের জায়গা পাকা করেন দীপিকা কুমারী। অন্যদিকে আগেই ছাড়পত্র পেয়েছিলেন বাংলার তীরন্দাজ অতনু। টোকিও-তে তীরন্দাজির মিক্সড ডবলসে দেখা যাবে অতনু-দীপিকা জুটিকে। তাঁদের ওপর ভরসা করেই আশার জাল বুনছে ভারত। বিশেষজ্ঞদের অভিমত রয়েছে পদক আসার জোরাল সম্ভাবনা।

শুধু মিক্সড ডবলসই নয়, অলিম্পিকের তীরন্দাজিতে ভারতের পুরুষ দলের হয়েও লড়তে নামছেন অতনু। তিন জনের সেই দলে অতনু ছাড়াও রয়েছেন প্রবীণ জয়দেব এবং তরুণদীপ রাই। ২০১৯-এ নেদারল্যান্ডসে আয়োজিত বিশ্বকাপে রৌপপদক জিতেই অলিম্পিকের ছাড়পত্র পেয়েছিলেন তাঁরা।

তবে অলিম্পিকে এখনও অনিশ্চিত ভারতের মহিলা দল। টোকিও গেমসে তীরন্দাজিতে দেখা যাবে মোট ১২টি দেশকে। তার মধ্যে ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে ৯টি দল। লড়াই বাকি তিনটির জন্য। আগামী জুন মাসেই রয়েছে প্যারিস বিশ্বকাপ। সেখানে প্রথম তিনের মধ্যে থাকলেই অলিম্পিকে ঠাঁই পাবে ভারতের মহিলা ব্রিগেডও। এই মুহূর্তে ভারতের মহিলা বিভাগে শীর্ষস্থানে রয়েছেন দীপিকা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন অঙ্কিতা ভকত ও কমলিকা বারি। ঝাড়খণ্ডের হয়ে খেলা এই তিন তীরন্দাজই এখন প্রস্তুতি নিচ্ছেন সেই অগ্নিপরীক্ষার…

আরও পড়ুন
জুভেন্তাস হোক বা বার্সেলোনা, ‘বোঝা’ মেসি-রোনাল্ডোর মতো তারকারাই

Powered by Froala Editor

Latest News See More