ইতিহাসের পথে বাংলাদেশ, প্রথম পরীক্ষামূলক যাত্রা মেট্রো রেলের

২৯ আগস্ট ২০২১। তারিখটা বাংলাদেশের ইতিহাসে জায়গা করে নিয়েছে ইতিমধ্যেই। রবিবারই পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করল ঢাকা মেট্রো রেল। বিগত কয়েক বছর ধরেই চলছিল পরিকল্পনা। করোনা পরিস্থিতিতেই শুরু হয়ে গিয়েছিল রেলব্রিজ তৈরি কাজও। অবশেষে জাপানি সংস্থা জিকার হাত ধরে বাস্তব হতে চলেছে সেই পরিকল্পনা। রবিবার ঢাকা শহরে চারটি স্টেশন সফলভাবে ঘোরে দুটি মেট্রো।

ঢাকা শহরে যানজটের সমস্যা দীর্ঘদিনের। এই সমস্যার হাত থেকে মুক্তি পেতেই মেট্রো রেলের পরিকল্পনা নিয়েছিল পরিবহন দপ্তর। কিন্তু বাংলাদেশে এই বিষয়ে দক্ষ কোনো ইঞ্জিনিয়ারিং সংস্থা না থাকায় প্রকল্পের কাজ দীর্ঘদিন বন্ধ থাকে। অবশেষে জাপানের জিকা কোম্পানিকে টেন্ডার দেয় সরকার। পরিকল্পনা অনুযায়ী উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার উড়ালপুলের উপর দিয়ে চলবে মেট্রো রেল। এই যাত্রাপথে থাকবে ১৬টি স্টেশন। ঢাকা শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গাকেই মেট্রোর মাধ্যমে সংযুক্ত করা হবে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী ওবায়দুল কাদের। আপাতত উত্তরা-উত্তর থেকে পল্লবী পর্যন্ত পরীক্ষামূলক যাত্রা সফল হয়েছে। সেইসঙ্গে রেল উড়ালপুল তৈরির কাজও প্রায় ৭০ শতাংশ সম্পূর্ণ।

তবে আপাতত প্রথম দফার পরীক্ষা হয়েছে বলে জানিয়েছেন পরিবহন দপ্তরের কর্মীরা। এরপর আরও ১৮টি দফার পরীক্ষা বাকি। ফলে সব মিলিয়ে ঢাকা মেট্রোতে যাত্রী পরিবহন শুরু হতে বেশ কিছুটা সময় লেগেই যাবে। তাছাড়া এখনও ট্রেন চলাচলের সমস্ত দায়িত্ব জিকা কোম্পানির কর্মচারীদের হাতেই রয়েছে। বাংলাদেশ রেলকর্মচারীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে পাশাপাশি। আগামী বছরেই সমস্ত প্রক্রিয়া শেষ করে বাংলাদেশ সরকারের হাতে মেট্রোর দায়িত্ব তুলে দিতে চায় জিকা কোম্পানি। অন্যদিকে বাংলাদেশ সরকারও ২০২২ সালের ডিসেম্বরের মধ্যেই যাত্রী পরিবহনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এই প্রকল্প ঢাকা শহরকে আধুনিক নগরায়নের দিকে আরও একধাপ এগিয়ে দেবে বলেই বিশ্বাস শহরবাসীর।

Powered by Froala Editor

আরও পড়ুন
দিল্লিতে মেট্রো সম্প্রসারণ, কাটা পড়ছে সহস্রাধিক গাছ

Latest News See More