কলকাতা তথা পশ্চিমবঙ্গে করোনায় প্রথম মৃত্যু, মারা গেলেন দমদমের বৃদ্ধ

আজ বিকেল থেকে কলকাতা-সহ সারা রাজ্যে লকডাউন। করোনা সতর্কতায় সর্বোচ্চ চেষ্টা করছে প্রশাসন। আর এর মধ্যেই ধেয়ে এল এক মর্মান্তিক খবর। করোনা-আক্রান্ত হয়ে, কলকাতা তথা পশ্চিমবঙ্গের প্রথম মৃত্যুর সাক্ষী রইল সোমবার।

আরও পড়ুন
বিদেশের সঙ্গে যোগ নেই, করোনায় আক্রান্ত দমদমের বৃদ্ধ – কী অপেক্ষা করছে ভবিষ্যতে?

গত শুক্রবার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দমদমের এক বৃদ্ধ। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। অবস্থা সংকটজনক হচ্ছিল ক্রমশ। তবে লড়াই ছাড়েননি ডাক্তার থেকে স্বাস্থ্যকর্মী – কেউই। কিন্তু শেষরক্ষা হল না। আজ দুপুরে চলে গেলেন তিনি।

আরও পড়ুন
৪ থেকে একলাফে ৭, করোনায় আক্রান্ত বালিগঞ্জের তরুণের মা-বাবা ও বাড়ির পরিচারিকা

প্রসঙ্গত, এ-রাজ্যে এখন করোনা আক্রান্তের সংখ্যা সাত। তার মধ্যেই একজন চলে গেলেন আজ। বৃদ্ধের সঙ্গে কোনো বিদেশ-যোগ ছিল না, প্রাথমিক সূত্রে জানা গিয়েছিল এমনই। পরে অবশ্য জানা যায়, তাঁর পরিবারের এক সদস্য ইতালি থেকে ফিরেছিলেন। আর তাঁর থেকেই বৃদ্ধের শরীরে সংক্রমিত হয় করোনা ভাইরাস।

আরও পড়ুন
শুধু সাধারণ নাগরিকই নন, নিয়ম ভাঙছেন বিদেশ-ফেরত ডাক্তাররাও, সচেতনতার ঘাটতি সর্বত্র

এসবই এখন অতীত। চলে গেলেন তিনি। অসংখ্য লড়াইয়ের পর অবশেষে হার মানল একটি জীবন। পশ্চিমবঙ্গের প্রথম মৃত্যু – দুঃসহ তো বটেই। আর যেন মৃত্যু দেখতে না হয়, এটাই প্রার্থনা এখন সকলের।