ভারতে তৈরি ‘কোভ্যাকসিন’-এর প্রথম ট্রায়াল সফল, দাবি ভারত বায়োটেকের

১৫ অগস্টের মধ্যেই করোনারভাইরাসের ভ্যাকসিন বাজারে আনার কথা ঘোষণা করেছিল ভারত। তবে সমস্ত পরীক্ষা এই স্বল্প সময়ের মধ্যে করে ওঠা সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু এর মধ্যেই সম্পূর্ণ হয়েছে ভারতে তৈরি ‘কোভ্যাকসিন’-এর প্রথম পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল। যার ফলাফল বেশ আশাই দেখাচ্ছে চিকিৎসকদের। এই ভ্যাকসিন পুরোপুরিই নিরাপদ, প্রাথমিক পর্যবেক্ষণে এমন তথ্যই উঠে আসছে ডাক্তারদের কাছে।

যদিও এখনও সম্পূর্ণ তথ্য সংগ্রহ সম্পন্ন হয়নি। স্বেচ্ছাসেবকদের নমুনা সংগ্রহের কাজ চলছে বলেই জানিয়েছে ‘কোভ্যাকসিন’ প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক। এই মাসের মধ্যেই সেই নমুনা সংগ্রহ এবং তার মূল্যায়নের কাজ শেষ হবে। তারপর সেই রিপোর্ট জমা পড়বে আইসিএমআর, আইএমএ, এনআইডি’র মত বিভিন্ন চিকিৎসক সংগঠনগুলিতে। তার পর্যালোচনার ভিত্তিতে শুরু হবে দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল।

প্রথম পর্যায়ের ট্রায়ালে অংশ নিয়েছিলেন মোট ৩৭৫ জন মানুষ। চিকিৎসকরা জানাচ্ছেন, তাঁদের মধ্যে কোনোরকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। দেখা দেয়নি কোনো অস্বাভাবিকতাও। ফলে আপাতভাবে এই ভ্যাকসিন মানুষের দেহের পক্ষে নিরাপদ। এবার নমুনা পরীক্ষা করে দেখার কথা এর কার্যকারিতা কতটা সফল।

কিছুদিন আগেই করোনা ভাইরাসের ভ্যাকসিন বাজারে এনেছে রাশিয়া। তবে সেই ভ্যাকসিন ঘিরেই তৈরি হয়েছে নানান স্তরে জল্পনা। এছাড়াও অক্সফোর্ডের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন বাজারে এলে ভারতে ৫০ শতাংশ ভ্যাকসিন সরবরাহের কথা জানিয়েছে সংশ্লিষ্ট পুনের সংস্থা সেরাম ইনস্টিটিউট। তবে তারপরেও ভারত বায়োটেকের এই ভ্যাকসিনের গবেষণার বাড়তি গুরুত্ব রয়েছে। এই টিকার প্রক্রিয়াকরণ সফল হলে, ভারতে ভাইরাসের সংক্রমণ অনেকটাই আয়ত্তে আনা যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা...

Powered by Froala Editor