শুধুমাত্র শব্দছক নিয়ে আস্ত ট্যাবলয়েড, ইতিহাস গড়ছেন বাংলার ‘পাজল-ম্যান’

‘সময় কাটবে, কিন্তু শব্দ নয়।’

বলছিলেন বাংলার ‘পাজল-ম্যান’ শুভজ্যোতি রায়। শব্দের ধাঁধাঁ সমাধানের নেশা রয়েছে যাঁদের, তাঁরা অনেকেই পরিচিত নামটার সঙ্গে। শব্দছকের ধাঁধাঁ প্রস্তুতিতে এক কথায় অদ্বিতীয় তিনি। বাংলার সমস্ত প্রথম সারির সংবাদপত্রের জন্যই কখনো না কখনো শব্দছক বানিয়েছেন সন্তোষপুরের এই তরুণ। এবার তাঁর হাত ধরেই প্রকাশিত হল বাংলার প্রথম শব্দছকের ট্যাবলয়েড ‘শব্দবাণ’।

‘কবিতা, গল্প কিংবা ভ্রমণের ওপর সম্পূর্ণ বিষয়ভিত্তিক পত্রিকা প্রকাশ হলেও, শব্দছকের ওপর এই ধরনের কোনো কাজ নেই ভারতে’, জানালেন শুভজ্যোতি। তাঁর সহজ প্রশ্ন, ‘শব্দছককে পত্রিকার এক কোণে থাকতে হবে কেন?’ এই চিন্তাভাবনা থেকেই ‘শব্দবাণ’-এর জন্ম দেন বাংলার ‘পাজল-ম্যান’। গতকালই ক্যামাক স্ট্রিটে পত্রিকাটির উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক কুণাল ঘোষ। বাংলা তো বটেই, অন্য কোনো ভাষাতেও শুধুমাত্র শব্দছক নিয়ে এহেন দ্বিতীয় কোনো পত্রিকার অস্তিত্ব নেই ভূভারতে। 

শব্দছকের সঙ্গে শুভজ্যোতির জড়িয়ে পড়া ছাত্রজীবন থেকেই। শব্দছক সমাধানের নেশা যে কখন পেশায় পরিণত হবে, তা বুঝতে পারেননি নিজেও। অবশ্য, এই পথে চলার জন্য কম কিছু হারাতে হয়নি তাঁকে। হাইস্কুলের গণ্ডি পেরনোর ছাড়তে হয়েছিল পড়াশোনা। পরিবারের সঙ্গেও রীতিমতো লড়াই করেই হাঁটতে হয়েছিল স্বতন্ত্র রাস্তায়। তবে নিষ্ঠা ও জেদই ধীরে ধীরে সাফল্য এনে দেয় শুভজ্যোতিকে। একের পর এক প্রথম সারির পত্রিকাতে প্রকাশিত হতে থাকে তাঁর শব্দছক। আর এবার সমস্ত গণ্ডি পেরিয়েই স্বাধীন একটি শব্দছকের ট্যাবলয়েডেরই সম্পাদক তিনি।

আরও পড়ুন
মাথায় শুধু হাতুড়ি পেটার শব্দ! রহস্যময় ‘হাভানা সিন্ড্রোমে’ আক্রান্ত মার্কিন গোয়েন্দারা

আরও পড়ুন
শব্দ বানাবার ছড়া বা ধ্বনির অনুবাদে ভাবের লেনাদেনা

শুভজ্যোতি জানালেন, ‘আপাতত এই পত্রিকা ত্রৈমাসিক। তবে পরবর্তীতে আর্থিক সাহায্য পেলে মাসিক সংখ্যা প্রকাশের ইচ্ছে রয়েছে।’ জানা গেল, সব মিলিয়ে একটি সংখ্যায় থাকছে ২২টি বিভিন্ন গোত্রের শব্দছক। থাকছে বিশেষ প্রতিযোগিতাও। প্রতি সংখ্যায় বিশেষ শব্দছকের সমাধানের জন্য বিজয়ীদের দেওয়া হবে পুরস্কারও। সব মিলিয়ে চার পাতার রঙিন এই ট্যাবলয়েড এক কথায় সত্যিই বিস্ময়কর। শিল্পী মনীশ দেবের নামাঙ্কন ও রূপায়নে যেন আরও অনন্য হয়ে উঠেছে ‘শব্দবাণ’। শুভজ্যোতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, দেবশঙ্কর হালদার, সম্বরণ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, ডাঃ কুণাল সরকার, পাভেল প্রমুখ খ্যাতনামা ব্যক্তিত্বরা।

আরও পড়ুন
বাড়ির অমতেও ছাড়েননি নেশা, ৩০০০ শব্দছক তৈরি করে রেকর্ড বাংলার ‘পাজল-ম্যান’-এর

ইতিমধ্যেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের খাতায় দু’-দু’বার নাম তুলেছেন শুভজ্যোতি। গত মার্চ মাসে ৩১৪৫টি শব্দছক তৈরির পর তিনি আবেদন করেছিলেন লিমকা রেকর্ডের জন্য। চলতি মাসের শেষেই প্রকাশ্যে আসতে চলেছে সেই ফলাফল। তার মাত্র কয়েকদিন আগেই শব্দছকের স্বতন্ত্র পত্রিকার প্রকাশ নতুন পালক জুড়ল তাঁর মুকুটে…

Powered by Froala Editor

Latest News See More