পৃথিবীর প্রথম কৃত্রিম গর্ভধারণে জন্ম-নেওয়া সিংহ, বেড়ে উঠছে মানুষের পরিচর্যাতেই

ঠিক যেন ডিজনির গল্প। সিঙ্গাপুর চিড়িয়াখানায় বাবাকে হারানোর পর চিড়িয়াখানার রক্ষকদের কাছেই মানুষ হচ্ছে সিম্বা। হ্যাঁ, সেই অ্যানিমেশন সিনেমার মতো এখানেও সিম্বা নামের পিছনে লুকিয়ে রয়েছে ছোট্ট একটি সিংহ শাবক। আর বাস্তবেই ‘লায়ন কিং’ সিনেমার অনুরূপে বহু বছর আগে তার বাবার নাম দেওয়া ছিল মুফাসা। তবে এমন ঘটনাই যে তার শাবকের ক্ষেত্রে সত্যি হয়ে যাবে, তা কে জানত?

তবে আর পাঁচটা সিংহ শাবকের মতো নয় সিম্বা। বাকিদের থেকে সে একটু আলাদাই। কারণ সিঙ্গাপুরের এই সিম্বার জন্ম হয়েছিল কৃত্রিম গর্ভধারণের মাধ্যমে। সিংহের ক্ষেত্রে এই ঘটনা বিরল তো বটেই, সেইসঙ্গে সিম্বাই কৃত্রিম গর্ভধারণে জন্ম নেওয়া প্রথম সিংহশাবক। ২০১৮ সালে বিজ্ঞানীরা সফলভাবে পরিচালিত করেছিলেন এই গর্ভধারণের প্রক্রিয়া। ব্যবহৃত হয়েছিল চিড়িয়াখানারই মুফাসা নামের একটি আফ্রিকার সিংহের জিন।

সিম্বার জন্মের পরেই শারীরিক অসুস্থতার কারণে মারা যায় মুফাসা। তবে সিনেমার সঙ্গে বৈসাদৃশ্য বলতে এখানে সিম্বার রয়েছে ছোট্ট একটি ভাই। বর্তমানে জেনেটিক মা ‘কায়লা’-র সঙ্গে থাকলেও সিম্বা বেড়ে উঠছে চিড়িয়াখানার কর্মীদের পরিচর্যাতেই। তাঁদের সঙ্গেই খেলা করে দিন কাটছে সিম্বার। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে সিঙ্গাপুরের চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সেখানে দেখা যায় এক কর্মচারীর হাতেই বোতল থেকে দুধ খাচ্ছে সিম্বা।

আন্তর্জাতিক রিপোর্ট জানাচ্ছে, গত দুই দশকে আশঙ্কাজনক ভাবে কমেছে সিংহের সংখ্যা। যা প্রায় ৪০ শতাংশ। বর্তমানে মাত্র ২৩ হাজারের মতো সিংহ রয়েছে প্রাকৃতিক অরণ্যে। আর সেই কারণেই বিশেষভাবে দরকার এই রাজকীয় প্রাণীর সংরক্ষণ। এমনটাই মনে করছেন সিঙ্গাপুরের আধিকারিকরা। শুধু সিম্বাই নয়, এর পর পরিকল্পনা করেই সিংহের কৃত্রিম গর্ভধারণের ব্যাপারে চিন্তাভাবনা করছেন তাঁরা…

Powered by Froala Editor

More From Author See More

Latest News See More