বিশ্বকাপ মানে ৪ বছরের প্রতীক্ষা। বিশ্বকাপ মানেই অন্য এক রোমাঞ্চ। সারা বিশ্ব মুখিয়ে থাকে বিশ্বব্যাপী এই প্রতিযোগিতা পরখ করার জন্য। মুখিয়ে থাকে পছন্দের খেলোয়াড়ের পায়ে ঝলসে ওঠা ম্যাজিক দেখার জন্য। এবার শুরু হল সেই অপেক্ষারই প্রহর গোনা। ফিফা ঘোষণা করল ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপের সময়সূচী।
তবে এবারের ফুটবল বিশ্বকাপ একটু অন্যরকমই হচ্ছে। স্বাভাবিকভাবে জুন-জুলাই মাসেই এই প্রতিযোগিতার আয়োজন করে ফিফা। কিন্তু ২০২২-এর বিশ্বকাপ কাতারে হওয়ায় ফুটবলারদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল কাতারের তাপমাত্রা। তাই প্রথমবারের জন্য হতে চলেছে শীতকালে বিশ্বকাপের আয়োজন। ২০২২-এর ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর অবধি চলবে ফুটবলের বিশ্বযুদ্ধ।
গ্রুপ পর্যায়ে প্রতিদিন নির্ধারিত হয়েছে ৪টি করে ম্যাচ। হবে স্থানীয় সময় ১টা, ৪টে, ৭টা এবং ১০টায়। ১২দিন ধরে চলবে এই পর্যায়ের খেলাগুলি। প্রতি গ্রুপ পর্যায়ের ম্যাচের ফাঁকে ৩ দিন করে বিশ্রামের সুযোগ পাচ্ছে প্রতিটা টিমই। নকআউট পর্বের ম্যাচ হবে সন্ধে ৬টা এবং রাত ১০টায়। সেমিফাইনাল দুটি হবে রাত ১০টায়। তবে ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনাল ঘিরে এখন থেকেই তৈরি হচ্ছে উত্তেজনা। ৮০ হাজার দর্শকের বিশেষ স্টেডিয়াম লুসেলে হবে এই খেলা। ফাইনালের সন্ধিক্ষণ ঠিক করা হয়েছে সন্ধে ৬টায়।
উল্লেখ্য, ২০২২ বিশ্বকাপ প্রথমবারের জন্য আয়োজিত হবে মধ্যপ্রাচ্যে। তবে কাতারের আয়তন খুব বেশি না হওয়ায় তাতে সুবিধা হবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শকদের। সব ক’টি স্টেডিয়ামই থাকবে ৪৮ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে। ফলে সেভাবে বিমান পরিষেবার দরকার হবে না এক শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য।
৩২টি দল অংশ নিচ্ছে এই বিশ্বকাপে। তবে গ্রুপ পর্যায়ে কার মুখোমুখি কে হচ্ছে, তা জানার জন্য ধৈর্য রাখতে হবে আরও খানিকটা। কারণ বাছাই পর্বের খেলা এখনও শেষ হয়নি। এই পর্বে যোগ্যতা অর্জন করা ৩২টি দলের নিরিখে ২০২২-এর মার্চে হবে বিশ্বকাপের মূল পর্বের ড্র। সেই ৩২ টিমের মধ্যেই নাম লেখাতে চলবে বিশ্বজুড়ে দু’বছরের প্রতিদ্বন্দ্বিতা, প্রস্তুতি। ততদিন আরও গাঢ় হোক দর্শকদের উত্তেজনাও...
Powered by Froala Editor
আরও পড়ুন
প্রয়াত বিশ্বকাপজয়ী ইংল্যান্ড ফুটবলের কিংবদন্তি জ্যাক চার্লটন