প্রয়াত ‘ফাইবার অপটিক্সের জনক’ নরিন্দর সিং কাপানি

‘অপটিক্যাল ফাইবার’, আজও ইন্টারনেট যোগাযোগের মাধ্যম হিসাবে তার জুরি মেলা ভার। অতি দ্রুত কোনো তথ্য পৌঁছে দিতে ভরসা সেই অপটিক্যাল ফাইবার। কিন্তু ভাবতে অবাক লাগে, এই ফাইবার অপটিক্সের ধারণা প্রথম দিয়েছিলেন একজন ভারতীয় বিজ্ঞানী। ১৯৬০ সালে, কম্পিউটার গবষণার প্রথম প্রজন্মে দাঁড়িয়ে তিনি বলেছিলেন ফাইবার অপটিক্সের কথা। আর নিজের আবিষ্কার প্রমাণ করতে তৈরি করে ফেলেছিলেন কারখানাও। অবশেষে সারা পৃথিবীকে এক সুতোয় যুক্ত করে বিদায় নিলেন নরিন্দর সিং কাপানি। শুক্রবার, ক্যালিফোর্নিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কাপানি।

১৯২৬ সালে পাঞ্জাবের মগা শহরে এক কৃষক পরিবারে জন্ম নরিন্দর কাপানির। তারপর আগ্রা ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর যোগ দেন ইন্ডিয়ান অর্ডন্যান্স ফ্যাক্টরি সার্ভিসে। কিছুদিন সেখানে কাজ করার পর ১৯৫২ সালে চলে যান লন্ডনের ইম্পেরিয়াল কলেজে। ১৯৫৫ সালে সেখান থেকেই পিএইচডি। আর সেই গবেষণাপত্রেই প্রথম ফাইবার অপটিক্সের ধারণা দিয়েছিলেন তিনি। প্রথমে তাঁর প্রস্তাব অনেকে মানতে না চাইলেও, আজ সেই কৃতিত্বের সাক্ষী সকলেই।

ফাইবার অপটিক্স ছাড়াও কাপানি কাজ করেছেন লেজার টেকনোলজি নিয়ে। তাঁর গবেষণার পরিধি চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতি থেকে দূষণ নিয়ন্ত্রণ পর্যন্ত বিস্তৃত। সারা জীবনে পেয়েছেন অসংখ্য সম্মান। ১৯৯৯ সালে ফোর্বস পত্রিকায় তাঁকে ‘আনসাং হিরো’ বলে উল্লেখ করা হয়। ২০০৮ সালে ক্রুজ ফাউন্ডেশন থেকে পেয়েছেন ফিয়্যাট লাক্স পুরস্কার। তবে দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। ৯৪ বছর বয়সে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত গবেষণায় দিন কাটিয়েছেন কাপানি। অবশেষে কাজ অসম্পূর্ণ রেখেই বিদায় নিলেন নরিন্দর সিং কাপানি।

Powered by Froala Editor

আরও পড়ুন
প্রয়াত ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা