ফিরছেন ফেলুদা, প্রথম ওয়েব সিরিজেই চমক সৃজিতের

বাঙালি ফেলুদা-প্রীতির কথা নিয়ে নতুন করে বলার কিছু নেই। সত্যজিৎ রায়ের এই অমর সৃষ্টি আট থেকে আশি সকলেরই প্রিয়। ফেলুদার গোয়েন্দাগিরিতে মজেননি এমন মানুষ কমই পাওয়া যায়। বইয়ের পাতা হোক বা সিনেমার পর্দা – ফেলুদা মুগ্ধ করেছেন বরাবরই। সেই মুগ্ধতাকেই আরও খানিকটা বাড়িয়ে দিতে, নতুন চমক দিলেন পরিচালক সৃজিত মুখার্জি।

সিনেমার ক্ষেত্রে তিনি নিঃসন্দেহে বাংলার একজন সফল পরিচালক। কিন্তু এখনও অবধি কোনো ওয়েব সিরিজ বানাননি তিনি। ফেলুদার হাত ধরে ওয়েব সিরিজের জগতে প্রবেশ করতে চলেছেন সৃজিত। এই কাজ তাঁর কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। ইতিমধ্যেই সন্দীপ রায়ের কাছ থেকে স্বত্ব নিয়েছেন ওয়েবসিরিজের।

সৃজিত এই সিরিজের নাম দিয়েছেন ‘ফেলুদা ফেরত’। ‘ছিন্নমস্তার অভিশাপ’ আর যত কাণ্ড কাঠমাণ্ডুতে’ – ফেলুদার এই দুটি গল্প নিয়েই বানানো হবে সিরিজটি। ২০২০ সালেই রিলিজ করবে এই ওয়েব সিরিজ। দেখা যাবে ‘আড্ডা টাইমস’-এ।

কিন্তু ফেলুদা নিয়ে কথা উঠলেই যে প্রশ্নটা উঁকি দিয়ে যায়, তা হল – ফেলুদার চরিত্রে কে অভিনয় করবেন? তোপসে এবং জটায়ুর চরিত্রেই বা কারা? এর আগে ফেলুদা হিসেবে দর্শকের মনে স্থায়ী আসন পেয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও সব্যসাচী চক্রবর্তী। অবশ্য নতুন এই ওয়েব সিরিজে ফেলুদা কে হবে, তা খোলসা করেননি সৃজিত। অজানা তোপসেও। লালমোহনবাবুর চরিত্রে থাকছেন অনির্বাণ চক্রবর্তী।

স্বভাবতই বাড়ছে প্রত্যাশার পারদ। ওয়েব সিরিজের মতো অত্যাধুনিক মিডিয়াম ফেলুদাকে কতটা ফুটিয়ে তুলতে পারে, সেই অপেক্ষাতেই এখন রয়েছেন দর্শকরা।

Latest News See More