এবার আপনিও রাত কাটাতে পারেন জেলে, এই রাজ্যেই শুরু হচ্ছে কারাবাস-পর্যটন

কারাগারের বন্দিজীবন সম্পর্কে মাঝেমাঝেই অনেক তথ্য উঠে আসে। ভেসে ওঠে কিছু অজানা মিথ, অন্ধকারের গল্প। আদৌ সেগুলি সত্যি কি? সিনেমার দৌলতে কিছুটা সামনে এলেও, এবার চাক্ষুষ অভিজ্ঞতার সুযোগ এনে দিতে চলেছে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার। এক হাজার টাকার বিনিময়ে কারাবাসকে কাছ থেকে দেখার এমন অভিনব উদ্যোগ রাজ্যে প্রথম। যদিও এর আগেই তিহার জেলে এমন ব্যবস্থা করা হয়েছে, সেই প্রকল্প 'ফিল লাইক জেল' ইতিমধ্যেই সাড়া জাগিয়েছে।

কেমন হয় বন্দিদশা? কীভাবে কাটে সেখানে রাত-দিনের জীবন? এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যেত এতদিন মুক্তি পাওয়া কোনো অপরাধীর মুখ থেকেই। এবার সেখানেই বন্দি সেজে সেই ব্যবস্থার স্বাদ পেতে চলেছে রাজ্যবাসী। এমনকি, মিলবে রাত্রিবাসের সুযোগও।

দক্ষিণ দিনাজপুর জেলার এই সংশোধনাগারের তরফে জানানো হয়েছে, রাজ্য ডিজির কাছে প্রস্তাব পাঠিয়েছে তারা। ছাড়পত্র মিললেই প্রকল্প শুরু করা হবে। তবে কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের ভাবনায় নিরাপত্তা। পর্যটকদের নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখেই সমস্ত সিদ্ধান্ত নেবেন বলে তিনি জানিয়েছেন।

সংশোধনাগারের ভিতরে ২৪ ঘণ্টা যেভাবে বন্দিরা থাকে, সেভাবেই পর্যটকরা থাকতে পারবেন। সুযোগ থাকবে বন্দিদের খাবার চেখে নেওয়ার। এমনকি, যা পরিশ্রম করতে হয় কারাবাসীদের, তাও করতে পারবেন এই বহিরাগত পর্যটকরা। যেমন সেলে রাখা হয় বন্দিদের তেমনই নির্দিষ্ট কিছু সেল থাকবে এই অতিথি পর্যটকদের জন্য, এমনকি রাতও কাটাতে হবে সেখানেই। পর্যটকরা সময়ের আগে বেরিয়ে আসতে চাইলেও রয়েছে জরিমানার ব্যবস্থা। সংশোধনাগার সূত্রে জানা গেছে, নিরাপত্তার স্বার্থে মোবাইল ফোনের ব্যবহার করতে দেওয়া হবে না।

এমন অভিনব উদ্যোগের মধ্যে যে চমক লুকিয়ে রয়েছে, বলাই যায়। যেচে কারাবাসের এই সুযোগ, অথচ অভিযুক্ত না হয়েই – সচরাচর পাওয়া যায় না। এর কারণেই দক্ষিণ দিনাজপুরের পর্যটনে জোয়ার আসতে চলেছে বলেই ধরে নেওয়া হচ্ছে।

Latest News See More