খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি উপার্জন ফেডেরারের, জানাল ফোর্বস মাগাজিন

করোনার পরিস্থিতিতে প্রায় স্তব্ধ হয়ে গেছে জনজীবন। বন্ধ প্রায় সমস্ত খেলাও। এখন একটু একটু করে ছন্দে ফেরার চেষ্টা করছে ক্রীড়াজগত। তার মধ্যেই সবচেয়ে বেশি উপার্জন করা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করল ফোর্বস ম্যাগাজিন। 


বিশ্বের সমস্ত খেলার সঙ্গে যুক্ত মেগাস্টার, সুপারস্টারদের নিয়ে প্রতি বছরই প্রকাশিত হয় এই তালিকা। এবার সেখানেই সবার ওপরে জায়গা করে নিলেন টেনিস তারকা রজার ফেডেরার। টেনিসের সর্বকালের অন্যতম সেরা এই খেলোয়াড় গত বছরে উপার্জন করেছেন প্রায় ৮৬.২ মিলিয়ন ইউরো। এতদিন যাঁদের রাজত্ব ছিল এখানে, সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি রয়েছেন দ্বিতীয় ও তৃতীয় স্থানে। এর পরেই রয়েছে নেইমারের স্থান। শুধু টেনিস বা ফুটবল নয়, বক্সিং, বাস্কেটবল, ফর্মুলা ওয়ান রেসের খেলোয়াড়রাও রয়েছেন এই তালিকায়। 

মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি উপার্জনেও জায়গা করে নিয়েছে টেনিস। নাওমি ওসাকা যেমন টেনিস র্যা কেট হাতেও জ্বলে উঠছেন, তেমনই ফোর্বসের তালিকাতেও নিজের নাম বজায় রেখেছেন। ক্রিকেটের ক্ষেত্রে অবশ্য এই বছরের তালিকাটি বেশ খারাপ। প্রথম ১০০ জনের তালিকায় একমাত্র রয়েছেন ভারতের ‘রান-মেশিন’ বিরাট কোহলি। তালিকায় ৬৬তম স্থানে রয়েছেন তিনি। তবে এসবের বাইরে আসল মূল্যায়ন তো হয় মাঠের ভেতর। সেখানে এঁরা সবাই সেরা। সবাই নিজের শেষটুকু উজাড় করে দেন; চলে যান কিংবদন্তির আসনে। তাঁদের খেলা দেখার জন্যই তো রাতের পর রাত জেগে অপেক্ষা করি আমরা। 

Powered by Froala Editor

Latest News See More