হাজার বছরের পুরনো সমাধির গায়ে রঙিন ছবি, উদ্ধার করলেন কৃষকরা

মঙ্গোলিয়া অঞ্চলের মাটির স্তর খুব বেশি গভীর নয়। ইতিহাসের বেশ কাছাকাছি বাস সেখানকার মানুষের। আর তাই কৃষিকাজের জন্য মাটি খুঁড়তে গিয়েই আবারও এক প্রাচীন ইতিহাসের সাক্ষ্য তুলে আনলেন চিনের কৃষকরা। ঘটনাটি ঘটেছে গত মাসের শেষে। মাটির নিচে হঠাৎ দেখা গেল একটি হাজার বছরের পুরনো সমাধি। তবে এই সমাধির চেহারা সাধারণ সমাধির চেয়ে একটু আলাদা। এর উপরে ফ্রেস্কো পদ্ধতিতে আঁকা রংবেরঙের ছবি। আর সেই ছবিতে ফুটে উঠেছে প্রাচীন যাযাবর মানুষের জীবনযাত্রার নানা ছবি।

মোটামুটি খ্রিস্টিয় দশম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত মঙ্গোলিয়া অঞ্চলে ছিল লিয়াও সাম্রাজ্যের শাসন। এই সাম্রাজ্য তৈরি করেছিল যাযাবর খাইতান উপজাতির মানুষ। কৃষিকাজের সঙ্গে তাদের তেমন যোগাযোগ না থাকলেও, তাদের সংস্কৃতি ছিল বেশ উন্নত। শিল্প, সঙ্গীত প্রভৃতি বিষয়ে তাদের যথেষ্ট আগ্রহ ছিল। আর এই সমাধির গায়ে আঁকা ছবিতেও উঠে এসেছে সেইসব মানুষের বাঁশি বাজানোর দৃশ্য, সমবেত আসরের দৃশ্য। এমনকি রান্নার দৃশ্য বা শিকারের দৃশ্যও এঁকেছেন শিল্পী।

কৃষকরা এই সমাধির সন্ধান পাওয়া মাত্র নিকটবর্তী প্রত্নতত্ত্ব বিভাগে খবর দেয়। প্রত্নতাত্ত্বিকরা এসে এমন সমাধি ফলক দেখে স্বাভাবিকভাবেই অবাক। তারপর যত্ন নিয়ে ৬ বর্গমিটারের ফলকটি পরিষ্কার করে দেখা যায়, এখনও দিব্যি স্পষ্ট প্রত্যেকটি ছবি। ছবিতে ব্যবহৃত রং ও অন্যান্য বিষয় নিয়ে গবেষণা শুরু হবে খুব শীঘ্রই। আপাতত প্রিহিস্টরিক মিউজিয়াম অফ মঙ্গোলিয়াতে সংরক্ষিত আছে ফলকটি। তবে এর থেকে খাইতান উপজাতির মানুষদের সম্মন্ধে আরও অনেক তথ্য জানা যাবে বলে মনে করছেন গবেষকরা।

Latest News See More