'যেখানে দেখিবে ছাই..' শুধু ছাই নয়, সিগারেটের বাটও পড়ে থাকে রাস্তাঘাটের সর্বত্র। ফিল্টার পুড়ে যাওয়ার আগে শেষ টান দিয়ে সিগারেট ফেলে দেওয়ার অভ্যেস মানুষের। কিন্তু কোথায় সেটিকে ফেলা হচ্ছে তা খেয়াল করেন না অধিকাংশ মানুষ। তাই মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে, সাউথ আফ্রিকার কেপ টাউনে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। সেখানকার বিভিন্ন সি-বিচে বিশাল বিশাল কাঠের টুকরোকে সিগারেটের বাটের মতো রং করে শহরের সাজিয়ে রাখা হয়েছে।
সারা বিশ্ব প্রতিদিন ৪.৫ ট্রিলিয়ন সিগারেটের বাট তৈরি করা হয়। বর্তমানে কেপটাউন শহরের একটি বিশাল সমস্যা হল এই ছাই ও সিগারেটের বাটের প্রাদুর্ভাব। তাই জনসচেতনতা বাড়াতে 'কিকবাট' নামে এই উদ্যোগটি গড়ে তোলা হয়েছে।
এই সিগারেট বাট থেকে সহজেই আগুন ধরে যায়, এ-সম্ভাবনাকে মাথায় রেখেই বিচের বিভিন্ন জায়গায় কাঠের টুকরোকে নকল সিগারেটের বাট বানিয়ে ফেলে রাখা হয়েছে। বেশিরভাগ সিগারেট বাটই প্লাস্টিক দিয়ে তৈরি হয়, যার মধ্যে বিভিন্ন বিষাক্ত রাসায়নিক দ্রব্যও মিশে থাকে। বিচে সিগারেট খাওয়ার অভ্যেস ছাড়াতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে এই শহরে।
আশা করা যায়, সুস্থ স্বাভাবিক প্রকৃতি গড়ে তুলতে মানুষ নির্দিষ্ট স্থানে সিগারেটের বাট ফেলবে। এমনকি, এ-দৃশ্য দেখার পর, কে বলতে পারে, সিগারেটের প্রতি নিরাসক্তিই জন্মাল হয়তো!