পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট নদী। তার ধার জুড়ে ধান খেত। কোথাও ফলেছে ভুট্টা, বাঁধাকপি, টমেটো। রয়েছে ভেড়া, মুরগি, ছাগলের চারণভূমিও। আর এসবের মাঝেই ছোট্ট একটা কাঠের বাংলো। সেখানে দিনের শেষে কাজ ফুরোলে দিব্যি বিশ্রাম নেওয়া যায়। সঙ্গী বাইরে একটানা ঘুরতে থাকা উইন্ডমিলের শব্দ। শূন্যের দশকে ইউজারদের এমনই এক স্বপ্নের জায়গার সঙ্গে পরিচয় করিয়েছিল ফেসবুক। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অচিরেই করে তুলেছিল ‘ফার্মার’। ‘ফার্মভিল’ গেমের মধ্য দিয়েই। এবার এক দশক পর বন্ধ হতে চলেছে সেই জনপ্রিয় অনলাইন গেমই।
চলতি বছরের ৩১ ডিসেম্বর থেকেই ফেসবুক প্ল্যাটফর্মে আর খেলা যাবে না এই গেম। সম্প্রতি ‘ফার্মভিল’-এর নির্মাতা কোম্পানি জিঙ্গা ঘোষণা করল এমনটাই। তবে ফেসবুক থেকে সরে গেলেও অ্যান্ড্রয়েড মোবাইলে খেলা যাবে এই গেম। আগের মতোই। ২০০৮-০৯ সালে প্রথম প্রকাশ্যে এসেছিল এই অনলাইন গেম। টাকা দিয়ে স্বত্ব কিনে খেলার পাশাপাশিই উপলব্ধ ছিল বিনামূল্যে খেলার পরিষেবাও। আট থেকে আশি, সব বয়সের ইউজারদেরই আকর্ষিত করেছিল ফার্মভিল। শূন্য দশকে ফেসবুকের দ্রুত উত্থানের পিছনে যার ভূমিকা অপরিসীম। ‘ফার্মভিল’-এর পরে একাধিক ফার্মিং সিমুলেটার গেম এসেছে ফেসবুকে। তবে শেষ অবধিও নিজের জনপ্রিয়তা টিকিয়ে রেখেছিল জিঙ্গার এই মাস্টারপিস।
তবে শুধু ফার্মভিলের ওপরেই কোপ পড়ছে না। বন্ধ হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মের আরও অনেক অনেক অনলাইন গেম। ২০২০ সালের ৩১ ডিসেম্বরের পরে আর নতুন করে কোনো ডিজিটাল গেমের অন্তর্ভুক্তিও করা যাবে না। আর এর মাস ছয়েক বাদে ২০২১ সালের জুন মাস থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে সম্পূর্ণ ‘গেমরুম’-ই। ফেসবুকে যা এতদিন ঠিকানা ছিল অনলাইন গেমারদের।
মূলত ফ্ল্যাশ প্লেয়ারের ওপর নির্ভর করেই চলত এই গেমগুলি। অ্যাডোব ফ্ল্যাশ নতুন ওয়েব ব্রাউজারে সাপোর্ট না করার জন্যই উঠিয়ে নেওয়া হচ্ছে এই পরিষেবা। পাশাপাশিই ডেভেলপারদের কাছে আরও বেশি প্রযুক্তিগত সুবিধা প্রদান করতে ব্যবহৃত হচ্ছে এইচটিএমএল৫। যা এই ধরণের গেমের পরিপন্থী নয় একেবারেই। কাজেই প্রযুক্তি এবং উন্নয়নের কাছেই শেষ অবধি হার মানতে হল ‘ফার্মভিল’-দের। শেষ হল ফেসবুকের আরও একটা যুগ...
আরও পড়ুন
১ অক্টোবর থেকে নয়া নির্দেশিকা ফেসবুকের; গুজব রুখতে গিয়ে ব্যক্তিস্বাধীনতায় কোপ?
Powered by Froala Editor