বদলে যাচ্ছে এতদিনের ফেসবুক, আগামী মাস থেকেই নতুন চেহারায় কম্পিউটার স্ক্রিনে

দিন কয়েক আগেই চমকপ্রদ ঘোষণা করেছিল মাইক্রোসফট। জানিয়েছিল, পুরনো ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার মুছে গিয়ে আসছে নতুন রূপে। এবার সেই নবীকরণের পথে হাঁটল ফেসবুকও। পাল্টে যাচ্ছে ফেসবুকের প্রচলিত ডেস্কটপ ফর্ম্যাট। সেপ্টেম্বরেই নতুন ইন্টারফেস নিয়ে হাজির হবে ফেসবুক। তবে এ ব্যাপারে এখনও কোনো তারিখ নিশ্চিত করেনি মার্ক জুকেরবার্গের সংস্থা।

গত বছরের মাঝামাঝি সময়েই জুকেরবার্গ ঘোষণা করেছিলেন এই নতুন ইন্টারফেসের ব্যাপারে। বছরের শুরুতেই নতুন রূপ নিয়ে ব্যবহারকারীদের সামনে হাজির হয়েছিল ফেসবুক। তবে তা ছিল ঐচ্ছিক। ল্যাপটপ বা কম্পিউটার থেকে পুরনো ফেসবুক এতদিন খোলা যেত দিব্যি। ইচ্ছা মতোই ‘ক্লাসিক ফেসবুক’ ইন্টারফেস থেকে বদলে ফেলা যেত নতুন ‘বেটা ইন্টারফেস’-এ। এবার বন্ধ হতে চলেছে ক্লাসিকে ফিরতে পারার সেই সুবিধাটাই।

তবে এই নতুন ইন্টারফেসে বেশ কিছু আকর্ষনীয় বৈশিষ্ট যুক্ত করেছে ফেসবুক। এনেছে ডার্ক মোড। সঙ্গে এই নতুন ইন্টারফেসে যে কোনো ছবি বা পোস্ট লোড হতেও অনেক কম সময় লাগবে বলেই জানা গেছে। পাশাপাশিই হরফের আকার বড়ো করায় ব্যবহারকারীদের সুবিধা হবে ফেসবুকের পাতায় যে কোনো পোস্ট পড়তে। ফেসবুকের মোবাইল অ্যাপ্লিকেশনের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই আপগ্রেডেশন করা হচ্ছে বলে জানিয়েছে ফেসবুক। তবে এই নতুন ইন্টারফেসের সঙ্গে ব্যবহারকারীদের মানিয়ে নিতে যে খানিকটা সময় লাগবেই, তাতে সন্দেহ নেই।

Powered by Froala Editor

আরও পড়ুন
বন্ধ হতে চলেছে ইন্টারনেট এক্সপ্লোরার, ব্রাউসিং-এর ইতিহাসের অন্যতম অধ্যায়ে ইতি

Latest News See More