১০০ বছরেরও বেশি আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল এই প্রাণী। অন্তত বিজ্ঞানীরা তেমনটাই জানতেন। তাই ২০১৯ সালে যখন গ্যালাপাগোস দ্বীপে সন্ধান পাওয়া গেল, কেউই বিশ্বাস করতে পারেননি। প্রাণীটি একটি অতিকায় কচ্ছপ। ২ বছর ধরে গবেষণার পর বিজ্ঞানীরা নিশ্চিত হলেন যে প্রজাতিটির সন্ধান তাঁরা পেয়েছিলেন তা সেলনয়ডিস ফ্যান্টাসটিকাস। চিহ্নিতকরণের সময় থেকেই যা বিশ্বের অন্যতম বিরল অতিকায় কচ্ছপ নামে পরিচিত ছিল। তবে সংরক্ষণের অনেক চেষ্টার পরেও তা হারিয়েই যায়। এতদিন পর আবারও সেই প্রাণীর দেখা পেয়ে সত্যিই উচ্ছ্বসিত বিজ্ঞানীরা।
২০১৯ সালে গ্যালাপাগোস ন্যাশানাল পার্কে ভ্রমণের সময় একটি অতিকায় কচ্ছপের সন্ধান পান বিজ্ঞানীরা। এমনিতে গোটা দ্বীপে অন্তত ৬০ হাজার অতিকায় কচ্ছপ রয়েছে। তবে এই প্রাণীটিকে দেখেই সন্দেহ হয়। ফলে সঙ্গে করে নিয়ে এসে শুরু হয় পরীক্ষানিরীক্ষা। বিশ্বের বেশ কিছু পরীক্ষাগারে পরীক্ষা হয়েছে ইতিমধ্যে। অবশেষে ইয়েল ইউনিভার্সিটির গবেষকরা নিশ্চিতভাবে জানালেন প্রাণীটি সত্যিই সেলনয়েডিস ফ্যান্টাসটিকাস। ১৯০৬ সালে যার শেষ পুরুষ সদস্যটিও মারা গিয়েছিল বলে জানতেন বিজ্ঞানীরা।
চার্লস ডারউইনের স্মৃতি বিজরিত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ। এখানেই বিবর্তনের সূত্র খুঁজে পেয়েছিলেন ডারউইন। আর এই ঐতিহাসিক আবিষ্কারের পিছনে কাজ করেছিল দ্বীপপুঞ্জের অদ্ভুত জীববৈচিত্র। আজও অরণ্যের আনাচে কানাচে কত না অজানা সদস্য লুকিয়ে আছে। সাম্প্রতিক এই আবিষ্কারটি সে-কথাই প্রমাণ করল। ইয়েল ইউনিভার্সিটির গবেষকদের অনুসন্ধানের ফলাফল সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে ইকুয়েডর সরকার। সেইসঙ্গে প্রাণীটি সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। অরণ্যের মধ্যে একই প্রজাতির আর কোনো প্রাণী লুকিয়ে আছে কিনা জানতে অভিযানের তোড়জোড় শুরু করে দিয়েছে গ্যালাপাগোস ন্যাশানাল পার্ক কর্তৃপক্ষ। হয়তো এভাবেই মৃত্যুর মুখ থেকে ফিরে আসবে এই কচ্ছপ।
Powered by Froala Editor
আরও পড়ুন
উত্তরবঙ্গে আবিষ্কৃত নতুন প্রজাতির ফুল, নামকরণে জুড়ল শিলিগুড়িও