রাজ্যে আছড়ে পড়তে চলেছে সুপার সাইক্লোন আমফান। ইতিমধ্যেই ঝোড়ো হাওয়া আর বৃষ্টিও শুরু হয়ে গেছে শহর কলকাতায়। যত সময় যাচ্ছে, এর তেজ বাড়ছে। এরই মধ্যে মোবাইল টাওয়ার ও নেট পরিষেবা ক্ষতিগ্রস্ত হতে পারে। এমন অবস্থাতেই ‘প্লাস কোড’ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বেতার বিশেষজ্ঞরা।
এই প্লাস কোড আদতে একটি নির্দিষ্ট সংখ্যা। ভালো করে বললে, এটি ওপেন লোকেশন নাম্বার। এটি থাকলে যে কোনো পরিস্থিতিতেই আপনার অবস্থান সহজেই জানতে পারবেন অন্য কেউ। স্মার্ট ফোনে গুগল ম্যাপ থেকেই এই প্লাস কোড ডাউনলোড করা যায় বলে জানাচ্ছেন বেতার বিশেষজ্ঞরা। এই বিপদের সময় সেটা যদি পুলিশ-প্রশাসনের কাছে থাকে, তবে সহজেই কাউকে চিহ্নিত করা যাবে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আমফানের এই পরিস্থিতিতে অনেক জায়গাই ক্ষতিগ্রস্ত হবে। বিদ্যুৎ সংযোগ থাকবে না অনেক জাগাতেই। মোবাইল পরিষেবাও ব্যাহত হতে পারে। এমন পরিস্থিতিতে সবার প্লাস কোড প্রশাসনের কাছে থাকলে তাঁদের উদ্ধার করতে অনেকটা সুবিধা হয়। শুধু আমফান নয়, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে এটি কাজে আসতে পারে। ইতিমধ্যেই কলকাতা পুলিশ, বিধাননগর কমিশনারেট, এনডিআরএফ-সহ সবাইকে এই সংক্রান্ত নোটিশ পাঠানো হয়েছে। অনেক প্লাস কোড যাতে জোগাড় করা যায়, সেটাই বারবার বলা হচ্ছে সব মহলে।