নির্ভয়া কাণ্ডের সাত বছর পরেও এতটুকু সুরক্ষিত নয় দেশের মহিলারা। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে গোটা দেশ জুড়ে। হায়দ্রাবাদের নৃশংস ভাবে ধর্ষণ কাণ্ডে গোটা দেশ যখন উত্তাল, তার মধ্যেই ঘটল আরও একটি মর্মান্তিক ধর্ষণ। যাদের হাতে রয়েছে দেশ রক্ষার ভার, সেই পুলিশের প্রতিই এবার উঠল ধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে পুরীর একটি সরকারি আবাসনে।
পুরীর নিমাপাড়া বাস টার্মিনালে বাসের অপেক্ষা করছিলেন এক মহিলা। বাড়িতে পৌঁছে দেবার সাহায্য জানিয়ে এক প্রাক্তন কনস্টেবল সেই মহিলাকে নিয়ে যায় একটি সরকারি কোয়ার্টারে। এরপর তাকে গ্যাংরেপ করা হয়েছে বলে জানিয়েছেন সেই মহিলা।
প্রসঙ্গত, নানাবিধ অবৈধ কাজের কারণে জিতেন্দ্র শেঠি নামের এই কন্সটেবলকে চাকরি থেকে বরখাস্ত দেওয়া হয়। কুম্ভারাপাদা পুলিশ স্টেশনে মহিলা অভিযোগ জানানোর পর গোটা বিষয়টা সবার গোচরে আসে। পরে অভিযুক্ত কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাস্তায় একা বেরানো ক্রমশ কঠিন হয়ে পড়ছে মহিলাদের ক্ষেত্রে। শহর থেকে গ্রাম, দিনের আলো বা রাতের অন্ধকার কখনোই নিরাপদ নয় মহিলাদের জীবন। ক্রমশ অবনতি ঘটছে পুলিশি ব্যবস্থারও। সেখানে যাদের হাতে দেশ সুরক্ষার ভার, তাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠলে আগামী দিনে কার কাছে যাবে মানুষ? তাহলে কী দেশে মহিলাদের সুরক্ষা বলে কিছুই নেই, প্রশ্ন উঠছে সর্বত্র।