উচ্চতা মাত্র ৪ হাজার মিটার। দেখতে গেলে এভারেস্টের উচ্চতার অর্ধাংশের থেকেও কম এই উচ্চতা। কিন্তু তা সত্ত্বেও পর্বত আরোহনের ক্ষেত্রে বিশ্বের কঠিতম শৃঙ্গগুলির তালিকাতেই রয়েছে আল্পসের (Alps Mountain) ব্রেটহর্ন এবং আলালিনহর্ন শৃঙ্গ দুটি। শুধু খাড়াই বলেই নয়, পিচ্ছিল পথ এবং উন্মুক্ত শিলাখণ্ডই মূল প্রতিবন্ধকতা এই শিখর দুটির। এবার সেখানেই উড়ল ভারতের তেরঙ্গা পতাকা। নেপথ্যে ‘এভারেস্ট টুইনস’ (Everest Twins) তাশি (Tasi Malik) এবং নুংশি মালিক (Nungsi Malik)।
কয়েকদিন আগের কথা। চলতি বছরেই অভিনব একটি উদ্যোগ নিয়েছিল সুইজারল্যান্ড সরকার। ক্যাম্পিং, মাউন্টেন সাইক্লিং কিংবা রক ক্লাইম্বিং-এ মহিলাদের অংশগ্রহণ বাড়াতে আয়োজন করেছিল ‘দ্য উইমেন পিক চ্যালেঞ্জ’। কেবলমাত্র সম্পূর্ণ মহিলা ক্লাইম্বারদের দলকেই ছাড়পত্র দেওয়া হয়েছিল এই অভিযানের জন্য। বিশ্বব্যাপী প্রায় ৪০০ মহিলা পর্বতারোহী অংশ নিয়েছিলেন এই ইভেন্টে। নাম লিখিয়েছিলেন তাশি এবং নুংশিও। সম্প্রতি, মালিক ভগিনীদ্বয় জয় করলেন সুইজারল্যান্ডের উচ্চতম শৃঙ্গদুটি। বেশ সাফল্যের সঙ্গেই উতরে গেলেন চ্যালেঞ্জ।
তবে ১৩,২১২ ফুট উঁচু আলালিনহর্ন শৃঙ্গজয়ে খুব একটা অসুবিধা নাহলেও, সমস্যায় ফেলেছিল সুইজারল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ ব্রেটহর্ন। ১৩৬৬২ ফুট উচ্চ এই শৃঙ্গ অভিযানের সময়েই শুরু হয় প্রচণ্ড তুষারপাত। উষ্ণতা নেমে গিয়েছিল -৫ ডিগ্রি সেলসিয়াসে। আরও ভয়াবহ করে তুলেছিল দুর্গম পথকে। তুষারের আস্তরণে গোটা শৃঙ্গ ঢাকা পড়ে যাওয়ায়, পিচ্ছিল পথ হয়ে উঠেছিল আরোই ভয়ঙ্কর।
গত ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসের দিনই শুরু হয়েছিল এই ক্যাম্পেনিং। পর্বতাভিযান ছাড়াও একাধিক ইভেন্টের আয়োজন করা হয়েছিল। সব মিলিয়ে অংশ নিয়েছিলেন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৪০০ মহিলা। তার মধ্যে যেমন পেশার পর্বতারোহীরা ছিলেন, তেমনই ছিলেন অন্য পেশার ‘নভিস’ আরোহীরাও। তাশি এবং নুংসি ছাড়াও সুইজারল্যান্ডের এই দুই পর্বতশৃঙ্গ জয় করেছেন আরও দুই অপেশাদার পর্বতারোহী।
আরও পড়ুন
কৃত্রিম পায়েই তিনটি পর্বতশৃঙ্গ জয় ইংল্যান্ডের অভিযাত্রীর
তাশি এবং নুংশি এর আগে জয় করেছেন এভারেস্ট-সহ বিশ্বের একাধিক ৮০০০ মিটারের বেশি উচ্চ পর্বতশৃঙ্গ। গত বছর দুই যমজ বোন পেয়েছেন পদ্মবিভূষণ পুরস্কারও। তবে আল্পস এতদিন অধরাই ছিল তাঁদের কাছে। এবার সেই সুযোগটাই যেন এনে দিল সুইস সরকারের উদ্যোগ। আগামীতে তাঁদের এই সাফল্য ভারতীয় তরুণীদের পর্বতারোহণে নতুন করে অনুপ্রেরণা যোগাবে বলেই আশাবাদী মালিক ভগিনীদ্বয়…
আরও পড়ুন
দ্রুততম মহিলা পর্বতারোহী হিসেবে এভারেস্ট জয় চিনের শিক্ষিকার
Powered by Froala Editor
আরও পড়ুন
এভারেস্টে অক্সিজেন সিলিন্ডার ফেলে না-আসার নির্দেশ পর্বতারোহীদের