করোনা-আতঙ্ক ইউরোপ জুড়ে, পিছিয়ে গেল ২০২০ সালের ইউরো কাপ

বিশ্বজুড়ে ছড়িয়ে গিয়েছে করোনার আতঙ্ক। আতঙ্ক গ্রাস করেছে সমস্ত জগতকেই। তার ছায়া এসে পড়েছে ফুটবল দুনিয়াতেও। পিছিয়ে যাচ্ছে একের পর এক প্রতিযোগিতা। এর মধ্যেই পিছিয়ে গেল ইউরো কাপও। আগামী জুনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইউরো কাপ। তবে আপাতত গ্রীষ্মের আগে প্রতিযোগিতা হবে না বলেই জানিয়ে দিয়েছে ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন
রাজ্যে করোনা-আতঙ্ক, বাড়ল ছুটির মেয়াদ, বন্ধ সিনেমা হলও

চার বছর পর আবার অনুষ্ঠিত হতে চলেছিল ইউরো কাপ। অংশগ্রহণ ছিল ২৪টি দেশের। ২০১৬ সালে পর্তুগালের জয়ের পর নতুন করে প্রস্তুতি শুরু করেছিল সবাই। আর ফলাফলের দিকে তাকিয়ে ছিল গোটা বিশ্বই। এখন আবার কবে মাঠে-ময়দানে মুখোমুখি হবে ইউরোপের দেশগুলি, সে দিকেই তাকিয়ে সবাই। তবে শুধু ইউরো কাপই নয়, করোনার আতঙ্কে পিছিয়ে গিয়েছে অনেক প্রতিযোগিতাই। তার মধ্যে আছে লা-লিগা, সিরিয়া, বুন্দেস-লিগা, ইপিএল। দীর্ঘদিন পর ইংলিশ প্রিমিয়ার লিগ জেতার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছিল লিভারপুল। লিভারপুলের স্বপ্নপূরণও পিছিয়ে গেল করোনার ভয়ে।

আরও পড়ুন
করোনা নিয়ে প্রতি মুহূর্তের আপডেট পেতে নতুন অনলাইন ম্যাপ মাইক্রোসফটের

এক একটি প্রতিযোগিতার জন্য বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে আয়োজক সংস্থাগুলিকেও। কেবলমাত্র ইউরো কাপের জন্যই অপচয় হচ্ছে প্রায় ৩০০ মিলিয়ন ইউরো। তবে এসব নিয়ে খুব একটা চিন্তিত নন কেউই। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি কীভাবে আটকানো যায়, সেই ব্যাপারেই উদ্যোগী প্রত্যেকে। প্রসঙ্গত, করোনার জন্য নিজের হোটেলগুলিকে হাসপাতালে রূপান্তরিত করার উদ্যোগ নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

আরও পড়ুন
করোনা ভাইরাসের দাপট, পিছিয়ে যেতে পারে টোকিও অলিম্পিক

ফুটবল হোক বা অন্য যে-কোনো খেলার প্রতিযোগিতা, ময়দানে ভিড় জমে অসংখ্য মানুষের। আর মানুষের ভিড় মানেই করোনার সংক্রমণের সম্ভবনা। এখন এই মড়কের বিরুদ্ধে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা না গেলে অনিশ্চিত প্রতিটা খেলার ভবিষ্যৎ। আর তাই প্রত্যেক দেশই চিকিৎসার পরিকাঠামো বাড়াতে উদ্যোগী। এখন আতঙ্কের পরিবেশ থেকে আমরা কবে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি, এবং সেইসঙ্গে উপভোগ করতে পারি মাঠে-ময়দানের লড়াই, সেদিকেই তাকিয়ে সবাই।

Latest News See More