শান্তির পথ ছেড়ে অস্ত্র ধরতে প্রস্তুত ইথিওপিয়ার স্বর্ণজয়ী অলিম্পিয়ান, কেন?

একসময় অলিম্পিকের ময়দানে দেশকে স্বর্ণপদক এনে দিয়েছিলেন তিনি। খেলার মধ্যে দিয়ে বিশ্বকে বার্তা দিয়েছিলেন শান্তি এবং সম্প্রীতির। এবার দেশের জন্য প্রতিশ্রুতি ভেঙে বন্দুক ধরতে চলেছেন ইথিওপিয়ার (Ethiopia) স্বর্ণজয়ী অলিম্পিয়ান হেইলে গেব্রেসেলাসি (Haile GebrSelassie)।

বিগত বেশ কিছু বছর ধরেই রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে ইথিওপিয়া। সিংহাসনের দাবিতে জোটবদ্ধ হয়েছে টাইগ্রে পিপলস লিবারেশন ফোর্স-সহ আরও বেশ কিছু গেরিলা বাহিনী। সামরিক যুদ্ধ ঘোষণা করেছে সরকারের বিরুদ্ধে। তবে শেষ এক বছরে ভয়াবহ রূপ নিয়েছে ইথিওপিয়ার এই গৃহযুদ্ধ। সেনা আধিকারিক ছাড়াও, প্রাণ হারিয়েছেন কয়েক হাজার সাধারণ মানুষ। বাস্তুচ্যুত হয়েছেন ২০ লক্ষ নাগরিক। সেইসঙ্গে ভেঙে পড়েছে গোটা দেশের অর্থনীতি এবং উৎপাদন ব্যবস্থা। ফলে, ভয়াবহ দুর্ভিক্ষও থাবা বসিয়েছে ইথিওপিয়ায়। আশঙ্কাজনক অবস্থায় দিন কাটাচ্ছেন ৪ লক্ষেরও বেশি মানুষ।

ইথিওপিয়ার বর্তমান পরিস্থিতি অনেকটা যেন মিলে যায় তালিবানের কাবুল-দখলের প্রাক-মুহূর্তের সঙ্গে। রাজধানী আদ্দিস আবাবা থেকে মাত্র ২২০ কিলোমিটার দূরে বর্তমানে অবস্থান করছে টাইগ্রের গেরিলা বাহিনী। যুদ্ধবিরতি-চুক্তি ভঙ্গ করে সামরিক সংঘর্ষ তো চলছেই, সেইসঙ্গে রাজধানীতেও মার্চ করার কড়া হুঁশিয়ারি জানিয়েছে সামরিক সংগঠনটি। 

টাইগ্রে বাহিনীর থেকে এই বার্তা পাওয়ার ঠিক পরেই ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ ঘোষণা করেছিলেন, রাষ্ট্রের স্বার্থে যুদ্ধের ময়দানে দাঁড়িয়েই সেনাবাহিনীকে নেতৃত্ব দেবেন তিনি। উল্লেখ্য, ২০১৯ সালে গেরিলা যোদ্ধাদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি এবং শান্তিস্থাপনে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন তিনি। তবে অস্তিত্বরক্ষার লড়াইয়ে এবার বাধ্য হয়েই যুদ্ধের পথে হাঁটলেন আবি আহমেদ। 

আরও পড়ুন
ইথিওপিয়ার গৃহযুদ্ধ-পরিস্থিতি, খাদ্যসংকটে ৩৩ হাজার শিশু

তাঁর এই ঘোষণার পরেই যুদ্ধে সামিল হওয়ার কথা ঘোষণা করেন অলিম্পিকের স্বর্ণজয়ী অ্যাথলিট হেইলে। ১৯৯৬ এবং ২০০০— পর দুটি অলিম্পিকে ম্যারাথনে সোনা এনেছিলেন হেইলে। তাছাড়াও দু’দশকের ক্রীড়াজীবনে ২৭টি বিশ্বরেকর্ড তৈরি করেছিলেন তিনি। খেলা ছাড়ার পর ইথিওপিয়ার রাজধানীতেই একাধিক ব্যবসা করেন হেইলে। স্বাস্থ্য, নির্মাণ প্রকল্পের কাজের পাশাপাশি কৃষিক্ষেত্রেও বিনিয়োগ রয়েছে তাঁর। সেইসঙ্গে শিক্ষাপ্রসারেও একাধিক পদক্ষেপ নিয়েছেন হেইলে। এবার সেই ট্র্যাক থেকে সরে এসে নতুন চরিত্রে ময়দানে নামতে চলেছেন হেইলে। সামনের সারিতে দাঁড়িয়ে দেশের জন্য চূড়ান্ত মূল্য দিতে প্রস্তুত তিনি, এমনটাই জানিয়েছেন ৪৮ বছর বয়সী স্বর্ণজয়ী অ্যাথলিট।

আরও পড়ুন
ভয়ঙ্কর দুর্ভিক্ষের কবলে ইথিওপিয়া, বিচ্ছিন্ন যোগাযোগ, চলছে ‘মিলিটারি-শাসন’ও

Powered by Froala Editor

আরও পড়ুন
একদিনে ৩৫০ মিলিয়ন গাছ লাগিয়ে শিরোনামে ইথিওপিয়া

Latest News See More