এখনও পর্যন্ত সূর্যের নিকটতম ছবি, ক্যামেরাবন্দি করল কৃত্রিম উপগ্রহ

অদেখাকে দেখার আগ্রহই ছুটিয়ে নিয়ে চলেছে মানুষকে। প্রযুক্তি আর বিজ্ঞানের কাঁধে ভর দিয়ে সে আরও একটু এগিয়ে গেল এবার। অজেয় অগ্নিগোলকের একদম সামনে থেকে তার মহাজাগতিক চরিত্রের ছবি এনে দিল পৃথিবীকে। এবার নাসা এবং ইসার যৌথ দুঃসাহসিক অভিযানের দৌলতে মানুষের হাতে এল সূর্যের নিকটতম ছবি।

ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা ইসা প্রস্তুতি নেওয়া শুরু করেছিল বছর সাতেক আগে। সেই মতোই সূর্যকে প্রদক্ষিণ এবং এর একেবারে কাছে পৌঁছে যাওয়ার উদ্দেশ্যেই রওনা দিয়েছিল একটি কৃত্রিম উপগ্রহ। আমেরিকায় কেপ ক্যানাভেরাল থেকে সেই যাত্রা শুরু হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে। ১৬ জুলাই ইতিহাস তৈরি করল সেই উপগ্রহ। ‘সোলার অরবাইটার’ পাঠাল সূর্যের একগুচ্ছ ক্লোজ আপ ছবি।

তবে এখানেই শেষ নয়। আপাতত তার থেকে আমাদের সবথেকে কাছের নক্ষত্রের দূরত্ব সাড়ে সাত কোটি কিলোমিটার। রয়েছে বুধ এবং মঙ্গলগ্রহের মাঝামাঝি স্থানে। পরবর্তীকালে সোলার অরবাইটার প্রদক্ষিণ করতে করতে এই দূরত্বই কমিয়ে আনবে ৪ কোটি কিলোমিটারে। অর্থাৎ বুধের থেকেও কাছাকাছি হবে তার অবস্থান। যা মানবসভ্যতার ইতিহাসে এর আগে ভাবা ছিল কার্যত অসম্ভব।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, এই অভিযানের আলাদা গুরুত্ব কি? সোলার অরবাইটারকে পাঠানোর পিছনে বিজ্ঞানীদের উদ্দেশ্য ছিল সৌরমেরুর রহস্যোদ্ঘাটন। পাশাপাশি সূর্যের বায়ুমণ্ডলীয় স্তরে যে বিক্রিয়া চলে তার হদিশ খুঁজে বের করা। সূর্য পৃষ্ঠের তাপমাত্রা ৫৫০০ ডিগ্রি সেলসিয়াসের কাছে। কিন্তু তা সত্ত্বেও বাইরের বায়ুমণ্ডলে তাপমাত্রা থাকে কয়েক লক্ষ ডিগ্রি সেলসিয়াস। সেই রহস্যের তাত্ত্বিক ব্যাখ্যার প্রামাণ্য তথ্য সংগ্রহ করবে এই উপগ্রহ। যার জন্য সূর্যের আবহাওয়া সম্পর্কিত স্বচ্ছ ধারণা পাওয়া যাবে ভবিষ্যতে। জানা যাবে সৌরঝড়ের বিস্তারিত ব্যাখ্যা এবং তার প্রভাব সম্পর্কেও।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এই স্যাটেলাইটের ছবির প্রতি পিক্সেলের মাণ সূর্যের স্কেলে ৪০০ কিলোমিটার। অর্থাৎ নিকটতম ছবি হলেও সবথেকে হাই রেসোলিউশনের ছবি এটি নয়। সেই দিক থেকে এখনও এগিয়ে রয়েছে করোনাল ক্যামেরায় তোলা আলট্রা এইচডি ছবি। অবশ্য সেই রেকর্ডও তৈরি হয়েছিল এই বছরেরই। এপ্রিল মাসে। তার তিনমাসের মাথায় বিজ্ঞানের আরও একটি বড়ো সাফল্যে উচ্ছ্বসিত বিজ্ঞানীরা। পাশাপাশি মহাজাগতিক এই অপূর্ব দৃশ্যের দর্শক হতে পেরে মুগ্ধ সমস্ত বিশ্ববাসীই।

Powered by Froala Editor

আরও পড়ুন
থামিয়ে দিতে পারে যুদ্ধ, কাড়তে পারে শাসকের প্রাণ; সূর্যগ্রহণ ঘিরে কিংবদন্তি যুগে যুগে