দেরি হয়ে যাচ্ছে - উষ্ণায়নের হার কমলেও আর বাঁচানো যাবে না পরিবেশ

পরিবেশ দূষণ নিয়ে সবাই অবগত। অবগত এর কারণ আর প্রভাব নিয়েও। এরই মধ্যে জাতিসংঘের প্রকাশ করা রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। রিপোর্টে বলা হয়েছে, পরিবেশ দূষণের কারণ হিসেবে মানুষের কাজই সবচেয়ে বেশি মাত্রায় দায়ী। ২১০০ সালের মধ্যেই পৃথিবীর অবস্থা আরো শোচনীয় হবে। কী কী হবে পৃথিবীতে আগামী শতাব্দীতে?

 ১) গ্লোবাল ওয়ার্মিং এর ফলে মেরু প্রদেশের বরফ গলতে শুরু করবে। ফলে সাগরের জলের মাত্রা আরো বাড়বে। যদি পৃথিবীর উষ্ণতা এখনই ১.৫ ডিগ্রি সেলসিয়াসের ওপর না বাড়তে দেওয়া যায় তাতেও ২১০০ সালের মধ্যে সমুদ্রের স্তর ১-২ ফুট হারে বাড়বে। ফলে উপকূলীয় অঞ্চল ডুবতে শুরু করবে।

২) ঘূর্ণিঝড় আরো ভয়ংকর হয়ে উঠবে। বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের উপরের জলস্তরের উপরের বায়ু আরও উষ্ণ হয়ে উঠবে। এরফলে সাইক্লোন ও হ্যারিকেনের মত ঝড় আরও শক্তিশালী হয়ে উঠবে।

৩) মেরু প্রদেশের বরফ এখন থেকেই পাতলা হতে শুরু করছে। ভবিষ্যতে তা আরো বেশি পাতলা হয়ে যাবে। এরফলে মেরু প্রদেশের প্রাণীরা বাসস্থান হারাতে শুরু করবে। ফলতঃ প্রাণীরা বিলুপ্ত হয়ে যাবে ও বাস্তুতন্ত্র ভেঙে পড়বে। 

কিন্তু এত পরিবেশ নিয়ে সচেতন হলেও এখন আর কিছুই করার নেই। উষ্ণায়নের মাত্রা যদি ১.৫ ডিগ্রি সেলসিয়াসেও থেমে যায়, তাতেও মেরু প্রদেশের বরফ গলা থামবে না।

Latest News See More