মিউজিয়ামে রাখা ডেড সী স্ক্রোলের প্রতিটি খণ্ডই নকল, গবেষণায় চাঞ্চল্য

ঘটনা ওয়াশিংটন ডিসির বাইবেল মিউজিয়ামের। ওল্ড টেস্টামেন্টের সবচেয়ে পুরনো নমুনা ডেড সী স্ক্রোল। বাইবেল মিউজিয়ামে সংরক্ষিত ছিল তার ১৬টি খণ্ড। তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, একটি খণ্ডও আসল নয়। আর এই ঘটনা যে প্রত্নতত্ত্ববিদদের মধ্যে চাঞ্চল্য ফেলে দিয়েছে, সে কথা নিশ্চই বলে দেওয়ার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন
মিউজিয়াম থেকে চুরি গেল মোনালিসা, নকল ছবি বিক্রি করে কোটিপতি আর্জেন্টিনার ব্যবসায়ী

মোটামুটি খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে মধ্যপ্রাচ্যে লেখা হয়েছিল এই লিপিগুলি। তার মূল অংশ সংরক্ষিত আছে জেরুজালেমে। আর কিছু প্রক্ষিপ্ত অংশ নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে। সেখান থেকেই কিনেছে নানা সংগ্রহশালা। তেমনই একটি সংগ্রহশালা ওয়াশিংটনের বাইবেল মিউজিয়াম। ২০০২ সালে এই সংগ্রহশালাটি তৈরি করা হয়। খরচ হয়েছিল প্রায় ৫০০ মিলিয়ন ডলার। তবে মিউজিয়াম প্রতিষ্ঠার পরপরই গবেষকদের সন্দেহ হয়, লেখাগুলোর বয়স খুব বেশি নয়। কর্তৃপক্ষ অবশ্য প্রথমে সে-কথা মানতে চাননি। তবে ২০১৮ সালের এক রিপোর্টে দেখা যায়, ১৬টির মধ্যে অন্তত ৫টি খণ্ড নকল। সেকথাও গোপন করে কর্তৃপক্ষ। আর তার দুবছর পেরোতে না পেরোতেই প্রমাণ হয়, এই সংগ্রহের একটি খণ্ডও আসল নয়।

আরও পড়ুন
ঘরে বসেই ঘুরে আসুন বিশ্ববিখ্যাত ২৫০০টি মিউজিয়ামে, প্রযুক্তির নয়া উপহার

এবার অবশ্য কোনো কথাই গোপন করেনি কর্তৃপক্ষ। বরং এই প্রতারণার ব্যাপারে যে তাদের আর কিছু করার নেই, সেকথাই প্রমাণ করতে চায় তারা। এমনকি গবেষণা সংক্রান্ত কোলেট লোলের রিপোর্টটিও দায়িত্ব নিয়ে প্রচার করছে তারা। তবে বহু দর্শকদের সান্নিধ্যে আসার পর এমন একটি ঘটনা জানাজানি হওয়ায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে মিউজিয়াম কর্তৃপক্ষ। এমনকি আর্থিক লোকসানের প্রশ্নও উঠছে।

আরও পড়ুন
বৌদ্ধযুগের পাত্রের মধ্যে খোদ বুদ্ধের দেহাংশ! রয়েছে এই কলকাতাতেই

তবে সবচেয়ে বেশি করে চিন্তার বিষয়, ইতিহাস নিয়ে এমন প্রতারণার একটি চক্র অবশ্যই গড়ে উঠেছে। আর সেটা রীতিমতো ধুরন্ধর ব্যবসায়ীদের চক্র। এমনটাই মনে করছেন কোলেট লোল। এভাবে অনেক গবেষকও প্রতারণার শিকার হতে পারেন, গবেষণা থেকে উঠে আসতে পারে ভুল তথ্য। ফলে সমস্ত দেশের সরকারকেই এই ব্যাপারে সচেতন হতে বলছেন তিনি। তবে সবকিছুর উপরে, এই দুই দশক ধরে যত দর্শক এসেছেন তাঁরাও মর্মাহত বৈকি। ভাবুন তো, কাল যদি কেউ বলে কলকাতা জাদুঘরের মমিটা নকল, আমাদের অবস্থা তখন কেমন হবে!

More From Author See More