বাইশ গজে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড এবং ওয়েস্ট-ইন্ডিজ। টানটান ম্যাচের জন্য প্রস্তুত অসংখ্য ক্রিকেট অনুরাগী। তবে এখানে বিষয়টা একটু আলাদা। এবারে কিন্তু গ্যালারিতে কোনো দর্শকের ভিড় থাকবে না। টেস্ট ক্রিকেটের ১৪৩ বছরের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। তবে গ্যালারিতে উপস্থিত থাকতে না পারলেও কিন্তু দর্শকদের মধ্যে উৎসাহের অভাব নেই। প্রত্যেকেই মুখিয়ে আছেন, অন্তত টেলিভিশনের পর্দায় সাক্ষী থাকবেন এই ঐতিহাসিক ম্যাচের।
আজ থেকে হ্যাম্পশায়ারের আগেস বাউল স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ছিল এই টেস্ট সিরিজ। তবে বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে খানিকটা দেরি হচ্ছে। যদিও ৪ মাস পর আবার আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রীড়া অনুরাগীরা। পরবর্তী টেস্ট সিরিজটিও এমাসেই ল্যাঙ্কাশায়ারে অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে বাণিজ্যিকভাবে খেলা হচ্ছে না। নিছক মৈত্রী ম্যাচের আকারেই অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যাচ। গ্যালারির দর্শকদের অনুপস্থিতি খেলার মেজাজ অনেকটাই কমিয়ে দেবে বলে মনে করছেন প্লেয়াররা।
বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এতদিন বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট। আর এই ম্যাচেও একই কারণে দর্শকদের প্রবেশ বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন আইসিসি কর্তৃপক্ষ। সেইসঙ্গে খেলার নিয়মেও বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। আগের মতো আর বলের গায়ে লালা ঘষতে পারবেন না বোলাররা। এই একটি বিষয় রীতিমতো ক্রিকেটের রিফ্লেক্সের সঙ্গে জড়িয়ে। তাছাড়া ফিল্ডিং-এর ক্ষেত্রেও শারীরিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক বলে ঘোষণা করা হচ্ছে। সব মিলিয়ে চেনা টেস্ট ম্যাচ ফিরে আসতে চলেছে এক অচেনা চেহারায়। কিন্তু তাতে উৎসাহের আতিশয্যে কোনো ভাটা পড়েনি।
Powered by Froala Editor