অবিশ্বাস্য দ্রুত হারে কমছে সংখ্যা, সংকটে পেঙ্গুইন

বিশ্ব উষ্ণায়ন এ-মূহূর্তে বিশ্বের একটি জ্বলন্ত সমস্যা। শুধু মাত্র মানবজাতি নয়, এর হাত থেকে রক্ষা পাবে না অনান্য প্রাণীকূলও। ইতিমধ্যে দক্ষিণ মেরুর বরফ গলে সমুদ্রে জলের উচ্চতা কয়েক মিটার বৃদ্ধি পেয়েছে। তবুও হুঁশ ফেরেনি মানুষের। সম্প্রতি স্টিফানে জেনোভ্রি ও তার টিমের গবেষণা থেকে উঠে এল আরও একটি ভয়াবহ তথ্য। জানা গেছে, বরফ গলে যাওয়ায়, ক্রমশ বিপন্ন হচ্ছে মেরু অঞ্চলের এম্পেরর পেঙ্গুইনদের সংখ্যা।

পেঙ্গুইন মডেল নামে খ্যাত এই মডেলটি কম্পিউটারের সাহায্যে গত দশ বছর ধরে গবেষণায় ব্যবহার করা হচ্ছে। আর তাতেই উঠে এসেছে নানা চমকপ্রদ তথ্য, যা আগামী পৃথিবীর জন্যে খুব সুখের নয়।

এই গবেষণাটি ভবিষ্যতের কথা মাথায় রেখে তিনটি উপায়ে করা হয়েছিল। আগামী দিনে পৃথিবীর গড় উষ্ণতা বাড়বে ধরে নিয়ে বিভিন্ন মাত্রায় পেঙ্গুইনদের জীবনযাত্রা কতটা পরিবর্তিত হতে পারে তা দেখা হয়েছে। প্রথমটি ১.৫ ডিগ্রি, দ্বিতীয়টি ২ ডিগ্রি ও তৃতীয় ক্ষেত্রে ৫-৬ ডিগ্রি উষ্ণতা বাড়িয়ে এই মডেলটির গবেষণা করা হয়েছে।

প্রথম ক্ষেত্রে, ২১০০ সালের মধ্যেই ১৯ শতাংশ পেঙ্গুইনদের কলোনি কমে আসবে বলে জানা গেছে। দ্বিতীয় ক্ষেত্রে তা প্রায় দুই-তৃতীয়াংশ, এবং শেষ ক্ষেত্রে আর কোনো পেঙ্গুইনদের কলোনি থাকবে না বলে জানা গেছে। যা নিয়ে রীতিমতো চিন্তিত বিজ্ঞানীরা।

বাড়ছে দূষণ, কিন্তু সেই হারে বাড়ছে না মানুষের সচেতনতা। পৃথিবীকে সমস্ত প্রাণীর বাসযোগ্য করে তুলতে আগামী বছরগুলিতে খুব দ্রুত হারে ঠেকাতে হবে বিশ্ব উষ্ণায়ন। নাহলে একসময় পৃথিবীতে প্রাণের অস্তিত্ব যে সংকটে পড়বে না, তা কে বলতে পারে!